বুধবার (২২মার্চ) দিবাগত রাত ১১টার দিকে শহরের সূত্রাপুর নিজ বাসায় অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেফতার করে।
রাত ১২টার দিকে বগুড়া সদর থানার পুলিশ পরিদর্শক (ওসি-তদন্ত) আসলাম আলী বাংলানিউজকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে মঙ্গলবার (২১মার্চ) দুপুরে জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিনের ব্যক্তিগত গাড়ি নিয়ে তার নাতীকে আনার জন্য চালক নজরুল ইসলাম স্কুলে যান।
এসময় গাড়িটি ভাঙচুর করতে স্কুল মাঠে থাকা ছাত্রদের উস্কে দেন প্রধান শিক্ষক রমজান আলী আকন্দ।
স্যারের নির্দেশ পেয়ে ক্রিকেট খেলার ব্যাট দিয়ে ছাত্ররা গাড়ি ভাঙচুর করে।
এ ঘটনায় ওইদিন গাড়ি চালক নজরুল ইসলাম বাদি হয়ে প্রধান শিক্ষককে আসামি করে সদর থানায় একটি মামলা দায়ের করেন।
বাংলাদেশ: ০৩০১ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৭
এমবিএইচ/বিএস