ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

রাজশাহীতে ভাইয়ের হাতে ভাই খুন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২২ ঘণ্টা, জুলাই ২৪, ২০১৮
রাজশাহীতে ভাইয়ের হাতে ভাই খুন

রাজশাহী: রাজশাহীর চন্দ্রিমা থানার রামচন্দ্রপুরে পারিবারিক কলহের জের ধরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন হয়েছেন। মঙ্গলবার (২৪ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতের নাম মুল্লুক চাঁন মণ্ডল (৪৪)। তিনি ওই এলাকার নামাজী মণ্ডলের ছেলে।

ঘটনার পর থেকে তার ছোট ভাই জাহাঙ্গীর মণ্ডল পলাতক রয়েছেন।  

চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবীর বাংলানিউজকে বলেন, পারিবারিক কলহের জের ধরে সন্ধ্যায় দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে ছোট ভাই জাহাঙ্গীর হাসুয়া দিয়ে বড় ভাই মুল্লুককে আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।  ঘটনার পর থেকে জাহাঙ্গীর পলাতক রয়েছেন।  

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল মর্গে পাঠানো হবে।  এ ঘটনায় থানায় হত্যা মামলা হবে বলেও জানান ওসি।   

বাংলাদেশ সময়: ২১১৫ ঘণ্টা, জুলাই ২৪, ২০১৮
এসএস/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ