নিহতের নাম মুল্লুক চাঁন মণ্ডল (৪৪)। তিনি ওই এলাকার নামাজী মণ্ডলের ছেলে।
চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবীর বাংলানিউজকে বলেন, পারিবারিক কলহের জের ধরে সন্ধ্যায় দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে ছোট ভাই জাহাঙ্গীর হাসুয়া দিয়ে বড় ভাই মুল্লুককে আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পর থেকে জাহাঙ্গীর পলাতক রয়েছেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল মর্গে পাঠানো হবে। এ ঘটনায় থানায় হত্যা মামলা হবে বলেও জানান ওসি।
বাংলাদেশ সময়: ২১১৫ ঘণ্টা, জুলাই ২৪, ২০১৮
এসএস/এসআরএস