খুলনা: খুলনা পাবলিক কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে কলেজ ক্যাম্পাসে এ অনুষ্ঠান হয়।
এসময় তিনি বলেন, শিক্ষার্থীদের সুশিক্ষা এবং শিক্ষার সুযোগ সম্প্রসারণের মাধ্যমে তাদের আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। এ জন্য সুষ্ঠু পরিবেশ ও গুণগত মান বজায় রাখতে হবে।
এসময় তিনি আরো বলেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীরা যাতে ক্রীড়াচর্চা করতে পারে সেই পরিবেশ নিশ্চিত করতে হবে। খেলাধুলা শরীর গঠনের পাশাপাশি প্রতিযোগিতার মনোভাব তৈরি করে। দেশকে এগিয়ে নিতে হলে শিক্ষার কোনো বিকল্প নেই।
এ জন্য শিক্ষার্থীদের নিয়মিত ক্রীড়া চর্চার পরামর্শ দেন তিনি।
খুলনা পাবলিক কলেজের অধ্যক্ষ লে. কর্নেল কাজী শাহাবুদ্দিন আহমেদের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তৃতা করেন- কলেজের উপাধ্যক্ষ সেলিম হায়দার চৌধুরী ও সিরাজুল ইসলাম এবং বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা কমিটির আহবায়ক আবু সিদ্দিকুর রহমান প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৪