ঢাকা, বৃহস্পতিবার, ২৯ কার্তিক ১৪৩১, ১৪ নভেম্বর ২০২৪, ১২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

এশিয়া কাপ জেতায় টাইগ্রেসদের ২ কোটি টাকা বোনাস

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৭ ঘণ্টা, জুন ১১, ২০১৮
এশিয়া কাপ জেতায় টাইগ্রেসদের ২ কোটি টাকা বোনাস এশিয়ার সেরা হয়ে দেশে ফিরেছেন নারীরা। তাদের জানানো হয় অভিনন্দন। ছবি-শোয়েব মিথুন

ঢাকা: টি-টোয়েন্টি এশিয়া কাপের শিরোপা জিতে অবিশ্বাস্য ইতিহাস গড়ায় জাতীয় নারী ক্রিকেট দলের জন্য দুই কোটি টাকা পুরস্কার ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

সোমবার (১১ জুন) রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন এ পুরস্কার ঘোষণা করেন।  

‘এশিয়ার চ্যাম্পিয়ন’ নারী দল কুয়ালালামপুর থেকে সোমবার সন্ধ্যায়ই দেশে ফেরে।

হোটেল সোনারগাঁওয়ে তাদের অভিবাদন জানায় বিসিবি। সেখানেই ব্রিফ করছিলেন পাপন।

বিসিবি সভাপতি বলেন, পুরো চ্যাম্পিয়ন দল দুই কোটি টাকা পুরস্কার পাবে। প্রত্যেকে পাবে ১০ লাখ করে। এছাড়া যারা ভালো পারফর্ম করেছে, তাদের বাড়তি প্রণোদনা দেওয়া হবে।

রোববার (১০ জুন) কুয়ালালামপুরের কিনরারা একাডেমিতে এশিয়া কাপের ফাইনালে পরাশক্তি ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন শিরোপা জেতে সালমা খাতুনের নেতৃত্বাধীন দল। নারী এশিয়া কাপের বিগত ৬ আসরে ভারত চ্যাম্পিয়ন হলেও সেই তাদেরই নাস্তানাবুদ করে ছেড়ে দেয় বাংলাদেশের মেয়েরা। গ্রুপ পর্বে ৭ উইকেটে হারানোর পর ফাইনালেও হারায় ৩ উইকেটে।

এমন ঐতিহাসিক জয়ের পর টাইগ্রেসরাও বোনাসের জোর দাবিদার! বিষয়টি বাংলাদেশ ক্রিকেট বোর্ড বেশ ভালোভাবেই অনুধাবন করে। তাই কি-না সোমবার এই পুরস্কার ঘোষণা করলেন বিসিবি প্রধান।

বাংলাদেশ সময়: ১৯৪৩ ঘণ্টা, ১১, ২০১৮
এইচএল/এমএইচএম/এইচএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

ক্রিকেট এর সর্বশেষ