ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

বঙ্গবন্ধু বিপিএল-২০১৯

বঙ্গবন্ধু বিপিএল: সেরা একাদশের ৬ জনই দেশি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৮ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২০
বঙ্গবন্ধু বিপিএল: সেরা একাদশের ৬ জনই দেশি ছবি: শোয়েব মিথুন

অবশেষে পর্দা নেমেছে বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবং এবার বিপিএলে পেয়েছে নতুন চ্যাম্পিয়ন- রাজশাহী রয়্যালস। এবারের আসরের সবচেয়ে বড় বিশেষত্ব হল দেশি ক্রিকেটারদের দাপট। এবার বেশ কয়েকজন তরুণ ক্রিকেটারের দুর্দান্ত পারফরম্যান্স চোখে লেগে রয়েছে। সেই সঙ্গে অভিজ্ঞ দেশি ও বিদেশি কয়েকজন ক্রিকেটারও সাফল্যের স্বাক্ষর রেখেছেন।

এবারের টুর্নামেন্টে খেলোয়াড়দের পারফরম্যান্স বিচারে সেরা একাদশ নির্বাচন করেছে ক্রিকইনফো। চলুন একনজরে দেখে নেওয়া যাক এবারের আসরের সেরা একাদশে (ব্যাটিং ক্রমানুসারে) কারা কারা আছেন-

# মোহাম্মদ নাঈম: ৩৫৯ রান, স্ট্রাইক রেট, ফিফটি ২টি

# লিটন দাস: ৪৫৫ রান, স্ট্রাইক রেট ১৩৪.২১, ফিফটি ৩টি

# রাইলি রুশো: ৪৯৫ রান, স্ট্রাইক রেট ১৫৫.১৭, ফিফটি ৪টি

# মুশফিকুর রহিম (উইকেটরক্ষক): ৪৯১ রান, স্ট্রাইক রেট ১৪৭.০০, ফিফটি ৪টি

# ডেভিড মালান: ৪৪৪ রান, স্ট্রাইক রেট ১৪৫.০৯, ১ সেঞ্চুরি ও ৩ ফিফটি

# আন্দ্রে রাসেল (অধিনায়ক): ২২৫ রান, স্ট্রাইক রেট ১৮০.০০, ফিফটি ১টি; ১৪ উইকেট, ইকোনমি ৮.৭৫

# মেহেদী হাসান: ২৫৩ রান, স্ট্রাইক রেট ১৩৬.০২, ফিফটি ৩টি; ১২ উইকেট, ইকোনমি রেট ৬.৭৬

# মোহাম্মদ আমির: ২০ উইকেট, ইকোনমি রেট ৭.০৫

# মুজিব-উর-রহমান: ১৫ উইকেট, ইকোনমি রেট ৫.০৬

# মেহেদী হাসান রানা: ১৮ উইকেট, ইকোনমি রেট ৭.৫০

# মোস্তাফিজুর রহমান: ২০ উইকেট, ইকোনমি রেট ৭.০১

বাংলাদেশ সময়: ১৫২৬ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২০
এমএইচএম/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

বঙ্গবন্ধু বিপিএল-২০১৯ এর সর্বশেষ