ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

ক্যারিয়ার

সীমান্ত প্রয়াসে নিয়োগ

ক্যারিয়ার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৩ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৭
সীমান্ত প্রয়াসে নিয়োগ

বর্ডার গার্ড বাংলাদেশের তত্ত্বাবধানে পরিচালিত বিশেষায়িত প্রতিষ্ঠান 'সীমান্ত প্ৰয়াস' এ অধ্যক্ষ ও শিক্ষক/ শিক্ষিকা নিয়োগ দেয়া হবে। প্রতিষ্ঠানটি বিশেষ চাহিদাসম্পন্ন শিশু-কিশোরদের সুষ্ঠু বিকাশে কাজ করে।

যোগ্যতা:
প্রিন্সিপাল/ অধ্যক্ষ পদের প্রার্থীদের স্নাতকসহ বিএসএড/ এমএসএড ডিগ্রি, প্রতিবন্ধিতা বিষয়ে (দৃষ্টি/ বাক/ শ্রবণ/ বুদ্ধি/ অটিষ্টিক) প্রশিক্ষণ এবং প্রতিবন্ধী সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।

শিক্ষক/ শিক্ষিকা পদে আবেদন করতে চাইলে স্নাতকসহ বিএসএড/ এমএসএড ডিগ্রি, প্রতিবন্ধিতা বিষয়ে (দৃষ্টি/ বাক/ শ্রবণ/ বুদ্ধি/ অটিষ্টিক) প্রশিক্ষণ থাকতে হবে।

আবেদনের নিয়ম:
আগ্রহীদের জীবনবৃত্তান্ত (অবশ্যই মোবাইল নম্বর থাকতে হবে), শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদপত্রের সত্যায়িত ফটোকপি, জাতীয়তা ও চারিত্রিক সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি, সদ্য তোলা ২ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, ২০০ টাকার ব্যাংক ড্রাফট/ পে-অর্ডারসহ পাঠাতে হবে 'উপ মহাপরিচালক, সেক্টর কমান্ডার, বর্ডার গার্ড বাংলাদেশ, সেক্টর সদর দপ্তর, পিলখানা, ঢাকা' ঠিকানায়। আবেদনপত্র পাঠানোর শেষ তারিখ ১১ এপ্রিল ২০১৭।

বিজ্ঞপ্তি

প্রিয় পাঠক, আপনার প্রতিষ্ঠানের নিয়োগ বিজ্ঞপ্তি, ক্যারিয়ার বিষয়ক যেকোন প্রশ্নের উত্তর জানতে, আপনার মতামত জানাতে বা লেখা পাঠাতে চাইলে আমাদের ইমেইল করুন [email protected] ঠিকানায়। বাংলানিউজের সাথেই থাকুন...

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।