ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্যারিয়ার

মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ে নিয়োগ

ক্যারিয়ার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৪ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৭
মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ে নিয়োগ

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনস্থ জাতীয় মহিলা সংস্থা পরিচালিত 'জেলাভিত্তিক মহিলা কম্পিউটার প্রশিক্ষণ (৬৪ জেলা)' শীর্ষক প্রকল্পে দুই পদে ১৪ জনকে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেয়া হবে। সহকারী প্রোগ্রামার ও প্রশিক্ষক (কম্পিউটার) উভয় পদে ৭জন করে মোট ১৪ জন নিয়োগ পাবেন।

পদ ও যোগ্যতা:
সহকারী প্রোগ্রামার পদের আবেদনের জন্য চার বছর মেয়াদী কম্পিউটার সায়েন্স/ ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অথবা যেকোন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রিসহ কম্পিউটার সায়েন্সে এক বছর মেয়াদী পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি/ ডিপ্লোমা অথবা স্নাতকোত্তর ডিগ্রিসহ তিন বছর মেয়াদী কম্পিউটার সায়েন্স/ ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রিধারী হতে হবে।

প্রশিক্ষক (কম্পিউটার) পদের জন্য পলিটেকনিক ইনস্টিটিউট হতে চার বা তিন বছর মেয়াদী কম্পিউটার সায়েন্স/ ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা ডিগ্ৰীধারী বা চার বছর মেয়াদী স্নাতক (বিজ্ঞান বিভাগ) ডিগ্রিসহ কমপক্ষে ছয় মাস মেয়াদী কম্পিউটার ডিপ্লোমা কোর্সধারী অথবা স্নাতকোত্তর ডিগ্রিসহ তিন বছর মেয়াদী স্নাতক (বিজ্ঞান) ডিগ্রি থাকতে হবে।

বেতন:
সহকারী প্রোগ্রামার পদে মাসিক সর্বসাকুল্যে ৩৫,৬০০/ টাকা ও প্রশিক্ষক (কম্পিউটার) পদে ২৭,০০০/ টাকা বেতন দেয়া হবে।

আবেদনের নিয়ম:
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়র ওয়েবসাইটে দেওয়া নির্ধারিত ফরমে আবেদন করতে হবে। সঠিকভাবে পূরণকৃত আবেদনপত্র প্রয়োজনীয় কাগজপত্রসহ পাঠাতে হবে 'সচিব, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, পরিবহন পুল ভবন, (কক্ষ নং-৮১১) বাংলাদেশ সচিবালয় লিংক রোড, ঢাকা' ঠিকানায়। আবেদনের শেষ তারিখ ৩০ এপ্রিল।

বিজ্ঞপ্তি দেখুন-

প্রিয় পাঠক, আপনার প্রতিষ্ঠানের নিয়োগ বিজ্ঞপ্তি, ক্যারিয়ার বিষয়ক যেকোন প্রশ্নের উত্তর জানতে, আপনার মতামত জানাতে বা লেখা পাঠাতে চাইলে আমাদের ইমেইল করুন [email protected] ঠিকানায়। বাংলানিউজের সাথেই থাকুন...

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।