ঢাকা: দীর্ঘদিন ধরে মুক্তির অপেক্ষায় থাকা ‘নেকাব্বরের মহাপ্রয়াণ’ চলচ্চিত্রটি ডিসেম্বরে মুক্তি পেতে যাচ্ছে। সিনেমাটির পরিচালক মাসুদ পথিক এ তথ্য নিশ্চিত করেছেন।
সরকারি অনুদান প্রাপ্ত ‘নেকাব্বরের মহাপ্রয়াণ’ সিনেমার শুটিং শেষ হয়েছিল গত নভেম্বরে। কবি নির্মলেন্দু গুণ’র কবিতা অবলম্বনে ছবিটি তৈরি করা হয়েছে। ছবিতে অভিনয়ও করেছেন কবি নির্মলেন্দু গুণ।
পরিচালক মাসুদ পথিক বলেন, সিনেমাটিতে অনেকগুলো গুরুত্বপূর্ণ দিক রয়েছে। এদেশের কৃষক সংগ্রামের ইতিহাস, মুক্তিযুদ্ধের চেতনা, গ্রাম বাংলার মানুষের জীবনাচার ও বাস্তবচিত্রের মর্মগাঁথা ভিন্ন দৃষ্টিভঙ্গিতে উঠে এসেছে।

‘নেকাব্বরের মহাপ্রয়াণ’ চলচ্চিত্রে অভিনয় করেছেন প্রবীর মিত্র, মামুনুর রশীদ, জুয়েল জহুর, বাদল শহিদ, সিমলা, রেহানা জলি প্রমুখ।
সঙ্গীত পরিচালনা করেছেন প্রিন্স মাহমুদ, বেলাল খান, মুশফিক লিটু, সাইম রানা ও মাহমুদ সেলিম । গানে কণ্ঠ দিয়েছেন মমতাজ, বারী সিদ্দিকী, বেলাল খান, পড়শী, প্রিয়াঙ্কা গোপ ও সাইম রানা।
আর গান লিখেছেন মাসুদ পথিক, নির্মলেন্দু গুণ, অসীম সাহা, সাইম রানা, অতনু তিয়াস।
বাংলাদেশ সময়: ১৬২৪ ঘণ্টা, ২০ নভেম্বর, ২০১৩
এসএ/কেএইচ/জিসিপি