এখানেই কিছুটা থেমে গেলো টাইগারদের রানের চাকা। অস্ট্রেলিয়ার বিপক্ষে কাঙ্ক্ষিত সংগ্রহ এলো না।
এমন আউট সাকিব নাকি আগে কখনও দেখেননি। আম্পায়ারের এমন সিদ্ধান্তে তিনি স্তম্ভিত। মাঠে তো বটেই, মাঠের বাইরে এসেও তিনি বিশ্বাস করতে পারছিলেন না যে তিনি আউট হয়েছেন!
‘সাধারণত এরকম আউট দেয় না। আম্পায়ার মনে করেছে, দিয়েছে আউট। এটা তো আর কিছু বলার নেই। ’
ম্যাচ শেষে যেভাবে নির্লিপ্ত হয়ে বলছিলেন, মাঠেও কি অনুভূতি একই ছিল? নিশ্চয়ই অবাক হয়েছিলেন। গণমাধ্যমের করা এমন প্রশ্নের জবাবে সাকিব বললেন, ব্যাটসম্যান এগিয়ে এলে সাধারণত আউট দেন না আম্পায়ার। আমি অন্তত দেখিনি এখনও। দেখা যাক, শুরু হলো। এরকম সিদ্ধান্ত যদি ধারাবাহিকভাবে দেওয়া হয়, তাহলে ঠিক আছে।
আম্পায়ারের এমন সিদ্ধান্তে হতাশ সাকিব। তবে আর পেছনের কথা মনে করতে চাইছেন না। চাইছেন সামনে এগিয়ে যেতে।
‘যে কোনো আউটই হতাশার। এখন আর এটা নিয়ে কথা বলে লাভ নেই। যেটা চলে গেছে তো গেছেই। ’
বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, ৬ জুন ২০১৭
এইচএল/এএ