ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ভারত অন্য আট-দশটা দেশের মতোই, চাপ নেই

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫১ ঘণ্টা, জুন ১৩, ২০১৭
ভারত অন্য আট-দশটা দেশের মতোই, চাপ নেই সংবাদ সম্মেলনে হাতুরুসিংহে/ছবি: বাংলানিউজ

বার্মিংহাম থেকে: হট ফেবারিট, পরাক্রমশালী, ক্রিকেটের পরাশক্তি- প্রভৃতি খেতাবধারী ভারতকে সেমিফাইনালে পেয়ে মোটেই চিন্তিত নন টাইগার কোচ হাতুরুসিংহে। আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির মতো মর্যাদাপূর্ণ আসরের সেমিতে ভারতকে অন্য আট-দশটা দেশের মতোই দেখছেন।

হাতুরু জানান, কোনো বাড়তি ভাবনা নেই, নেই কোনো চাপ। বরং ম্যাচটির আগে তার শিষ্যরা যথেষ্টই স্বাভাবিক রয়েছে।



মঙ্গলবার (১৩ জুন) এজবাস্টনের মিডিয়া কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কথা বলেন কোচ হাতুরুসিংহে।    

তিনি বলেন, চ্যাম্পিয়নস ট্রফি শুরুর আগেই আমি বলেছিলাম এই টুর্নামেন্টে ইতিবাচক যাই পাই না কেন সেটা আমাদের অর্জন বলেই গণ্য করবো। সেমিফাইনালে উঠেছি, এটা কম পাওয়া নয়। এখন দেখি ম্যাচটি জিততে পারি কিনা। তবে আমরা ম্যাচটিকে বিশেষ কোনো ম্যাচ হিসেবে দেখছি না। বরং অন্য আট-দশটি ম্যাচের মতোই দেখছি, যেখানে আমরা জয় পেতে আত্মবিশ্বাসী।

সংবাদ সম্মেলনে হাথুরুর কাছে জানতে চাওয়া হয়, বাংলাদেশ আজ যে অবস্থানে এসেছে এর পেছনে মূল কারণ কী? টাইগার কোচের কিছুটা নিরুত্তাপ জবাব, আপনারা হয়তো দেখেছেন গত তিন বছরে আমার দল বেশ এগিয়েছে। এই বদলে যাওয়ার পেছনে মূল অনুষঙ্গ হিসেবে কাজ করেছে ২০১৫ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল খেলা। সেখানে ইংল্যান্ডের বিপক্ষে জয়টি আসার পর আমরা ঘরের মাঠে সিরিজ জয়ের উপর গুরুত্বারোপ করি। সেখানেও সফল হয়েছি। এরপর গত একবছর আমাদের পরিকল্পনায় ছিল বিদেশের মাটিতে টেস্ট ও ওয়ানডেতে ভালো খেলা। আর সেই কাজটি করতে পেরেছি বলেই আজ চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালে খেলছি।

বৃহস্পতিবার (১৫ জুন) বার্মিংহামের এজবাস্টনে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির দ্বিতীয় সেমিফাইনালে ভারতকে মোকাবেলা করবে বাংলাদেশ।

ভারতের সাবেক খেলোয়াড়, অনেক সমর্থক যখন ভারত ফাইনাল খেলছে ধরে নিয়ে মিডিয়ায় ‘উঁচু’ গলায় কথা বলে নিজেদের হালকা করতে চাইছে তখন ঠান্ডা মস্তিস্কে নিজেদের অবস্থান জানান দিলেন টাইগার কোচ।

বিশ্বকাপের মতো বড় আসরে শচীন, দ্রাবিড়, শেবাগের মতো তারকাখচিত দলকে হারানোর সুখস্মৃতি রয়েছে বাংলাদেশের। আরে ঘরে মাঠে ভারতকে তো রীতিমতো নাস্তানাবুদ করেছে ছেড়েছে টাইগাররা। ভারত হয়তো ভুলে থাকতে চাইছে সেসব। তারা হয়তো এটাও ভুলে গেছে ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান, শ্রীলঙ্কাকে পেছনে ফেলে এখন ৠাংকিংয়ে এগিয়ে লাল-সবুজের দলটি।

বাংলাদেশ সময়: ১৯৩৮ ঘণ্টা, জুন ১৩, ২০১৭
এইচএল/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

ক্রিকেট এর সর্বশেষ