ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

পরিবেশ ও জীববৈচিত্র্য

হবিগঞ্জে লক্ষ্মীপেঁচা অবমুক্ত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৯ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৮
হবিগঞ্জে লক্ষ্মীপেঁচা অবমুক্ত অবমুক্ত করা লক্ষ্মীপেঁচাটি

হবিগঞ্জ: হবিগঞ্জ সদর উপজেলায় একটি লক্ষ্মীপেঁচাকে অবমুক্ত করা হয়েছে। শুক্রবার (১৯ জানুয়ারি) দুপুরে হবিগঞ্জ সদর উপজেলার সুতাং বাজার এলাকায় সৈয়দ মো. রাসেল নামে এক ব্যক্তি পেঁচাটি অবমুক্ত করেন।

এর আগে পেঁচাটিকে স্থানীয় কাঞ্চন ও তার বন্ধ‍ুরা ধরে আটকে রাখে। একপর্যায়ে ওই এলাকার পাখিপ্রেমী সৈয়দ রাসেল কিশোরদের বুঝিয়ে দুপুরে পেঁচাটিকে অবমুক্ত করেন।

তিনি বাংলানিউজকে বলেন, সকালে খবর পাই কাঞ্চন একটি লক্ষ্মীপেঁচা ধরে আটকে রেখেছে। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গিয়ে তাদের বুঝিয়ে পাখিটিকে অবমুক্ত করে দেয়।

তিনি আরো জানান, একসময় তাদের বাঁশঝাড়ে মাঝে মধ্যে দেখা যেতো এ প্রজাতির পেঁচা। তবে বর্তমানে পেঁচা খুব একটা দেখা যায় না।

বাংলাদেশ সময়: ১৫২৫ ঘণ্টা, ১৯ জানুয়ারি, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।