চট্টগ্রাম প্রেসক্লাবের দ্বিবার্ষিক নিবাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। বুধবার (১৪ ডিসেম্বর) প্রেসক্লাবে অনুষ্ঠিত এক সভায় আগামী ৩১ ডিসেম্বর অনুষ্ঠিতব্য প্রেসক্লাব ব্যবস্থাপনা কমিটির এ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়।
চট্টগ্রাম: চট্টগ্রাম প্রেসক্লাবের দ্বিবার্ষিক নিবাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। বুধবার (১৪ ডিসেম্বর) প্রেসক্লাবে অনুষ্ঠিত এক সভায় আগামী ৩১ ডিসেম্বর অনুষ্ঠিতব্য প্রেসক্লাব ব্যবস্থাপনা কমিটির এ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়।
নির্বাচন কমিশনার ওমর কায়সারের সভাপতিত্বে সভায় নির্বাচনী কমিটির সদস্য জালাল উদ্দিন আহমদ চৌধুরী, মো. নিজামউদ্দিন, জাকির হোসেন লুলু এবং শেখর ত্রিপাঠি উপস্থিত ছিলেন।
ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১৯ ও ২০ ডিসেম্বর বেলা ১১টা থেকে ৩টা পর্যন্ত আগ্রহী প্রার্থীদের মাঝে মনোনয়নপত্র বিতরণ করা হবে।
২১ ডিসেম্বর বেলা ১১টা থেকে ৩টা পর্যন্ত মনোনয়নপত্র গ্রহণ করা হবে। প্রার্থী তালিকা বাছাই ও খসড়া প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ২২ ডিসেম্বর বেলা ৩টায়। ২৪ ডিসেম্বর বেলা ১১টা থেকে ৩টা পর্যন্ত প্রার্থীতা প্রত্যাহারের সময় নির্ধারণ করা হয়েছে। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ২৫ ডিসেম্বর বেলা ৩টায়।
৩১ ডিসেম্বর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ সময়: ১৫০৪ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৬
আইএসএ/টিসি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।