ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

নাফ নদীতে বিজিপির গুলিতে প্রাণ হারাল বাংলাদেশি জেলে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০১৭
নাফ নদীতে বিজিপির গুলিতে প্রাণ হারাল বাংলাদেশি জেলে নাফনদীতে বিজিপির গুলিতে প্রাণ হারাল বাংলাদেশি জেলে

কক্সবাজার: নাফ নদীতে মাছ ধরতে গিয়ে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশ অব মিয়ানমারের (বিজিপি) গুলিতে প্রাণ হারিয়েছে নুরুল আমিন (২৬) নামে এক বাংলাদেশি জেলে।  বিজিপির সদস্যরা বাংলাদেশের জলসীমায় অনুপ্রবেশ করে মাছ ধরার নৌকা লক্ষ্য করে গুলিবর্ষণ করলে এ ঘটে। এসময় আহত হয়েছেন মোরতাজা নামের আরেক জেলে।

সোমবার (৬ ফেব্রুয়ারি) সকাল ৬টার দিকে টেকনাফের সদর ইউনিয়নের মৌলভীপাড়ার ২ নং স্লুইচ গেইট সংলগ্ন নাফ নদীতে এ ঘটনা ঘটে।

নিহত জেলে টেকনাফ পৌরসভা এলাকার উত্তর চৌধুরীপাড়া গ্রামের কবির আহমদের ছেলে।

আহত জেলে একই এলাকার সোনা মিয়ার ছেলে।  

আহত জেলে মোরতাজা বাংলানিউজকে জানান, ভোরে মাছ ধরার সময় মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী বাংলাদেশের জলসীমায় অনুপ্রবেশ করে তাদের নৌকা লক্ষ্য করে গুলি ছোঁড়ে।

এতে নুরুল আমিন নিহত হন। এসময় নৌকায় থাকা নুরুল হাকিম নামে আরেক জেলে নদীতে লাফ দিয়ে প্রাণে বেঁচে যান।  

আহত মোরতাজাকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতাল পাঠানো হয়েছে।  

টেকনাফ থানার এসআই মুফিজুল ইসলাম বেলা সোয়া ২টায় বাংলানিউজকে জানান, খবর পেয়ে নিহত জেলের বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

বাংলাদেশ সময়: ১৪৪৪ ঘন্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১৭

টিটি/আইএসএ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।