সোমবার (৬ ফেব্রুয়ারি) সকাল ৬টার দিকে টেকনাফের সদর ইউনিয়নের মৌলভীপাড়ার ২ নং স্লুইচ গেইট সংলগ্ন নাফ নদীতে এ ঘটনা ঘটে।
নিহত জেলে টেকনাফ পৌরসভা এলাকার উত্তর চৌধুরীপাড়া গ্রামের কবির আহমদের ছেলে।
আহত জেলে মোরতাজা বাংলানিউজকে জানান, ভোরে মাছ ধরার সময় মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী বাংলাদেশের জলসীমায় অনুপ্রবেশ করে তাদের নৌকা লক্ষ্য করে গুলি ছোঁড়ে।
আহত মোরতাজাকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতাল পাঠানো হয়েছে।
টেকনাফ থানার এসআই মুফিজুল ইসলাম বেলা সোয়া ২টায় বাংলানিউজকে জানান, খবর পেয়ে নিহত জেলের বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।
বাংলাদেশ সময়: ১৪৪৪ ঘন্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১৭
টিটি/আইএসএ/টিসি