ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

বসন্ত এসে গেছে...

ইসমেত আরা, নিউজরুম এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৭
বসন্ত এসে গেছে... বসন্ত এসে গেছে

চট্টগ্রাম: রোদ্রৌজ্জ্বল সকাল।  গাছে গাছে কচি পাতার সমারোহ।  আম্রবনে মুকুলের মৌ মৌ গন্ধ।  কোকিলের কুহু ডাক।  উত্তরীয় হাওয়ায় বদলে দক্ষিণের সমীরণ।  ঝরা পাতায় শুকনো নূপুরের নিক্কন।  শিমুল পলাশের ডালে ডালে আগুন রঙের মেলা। ফুলে ফুলে ভ্রমরের খেলা। গাছে গাছে কৃষ্ণচূড়া, রাধাচূড়ার চোখ ধাঁধানো রূপ।

প্রকৃতির এতো সব আয়োজন দেখে বুঝতে বাকি থাকে না বসন্ত এসে গেছে।  আবহমান বাংলার ঋতু বৈচিত্র্যের উল্লেখযোগ্য ঋতু বসন্ত।

  তাই এ ঋতুকে বলা হয় ঋতুরাজ।   বঙ্গাব্দের শেষ দু’মাস ফাল্গুন ও চৈত্র মিলিয়ে বসন্ত ঋতু।
  বাংলার প্রকৃতি, ভাষা, সমাজ, সংস্কৃতি ও সাহিত্যের বড় স্থান দখল করে আছে বসন্ত।

প্রতিটি মানুষের হৃদয়ে দৈনন্দিন জীবনে ঘটমান বসন্ত স্মৃতি ও অনুভূতি জাগ্রত হয়ে থাকে। বসন্ত আসে আবেগঘন ও বর্ণিল আনন্দ বার্তা নিয়ে। কবি সাহিত্যিকরা বসন্তের রঙকে হলুদ রং হিসেবে আখ্যায়িত করেছেন। তাই গায়ে হলুদ আর বাসন্তী রঙের শাড়ি জড়িয়ে হাতে হাত রেখে বসন্তের এই আগমনী দিনে বেড়িয়ে পড়েন তরুণ-তরুণী সহ বিভিন্ন বয়সের মানুষ।  

প্রতিবছরের মতো এবছরও আদি ও অকৃত্রিম হৃদয়ের ছোঁয়ায় বসন্তকে বরণ করতে বিভিন্ন প্রতিষ্ঠান ও সাংস্কৃতিক সংগঠন পৃথক পৃথক কর্মসূচি গ্রহণ করেছে। শনিবার (১৩ ফেব্রুয়ারি) চট্টগ্রামে বসন্ত উৎসবের সবচেয়ে বড় আসরটি বসেছে ডিসি হিল প্রাঙ্গণে বোধন আবৃত্তি পরিষদের উদ্যোগে। ‘নিবিড় অন্তরতর বসন্ত এলো প্রাণে...’ শীর্ষক বসন্ত উৎসব বোধনের দ্বাদশ আয়োজন। দিনব্যাপী বোধনের আয়োজনের পরতে পরতে থাকছে বসন্তকে আবাহন আর উপভোগের নানা উপকরণ।

ঋতুরাজ বসন্তকে বরণ করতে বর্ণাঢ্য অনুষ্ঠানমালা সাজিয়েছে প্রমা আবৃত্তি সংগঠন। চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে প্রমার দিনব্যাপী বসন্ত উৎসবের উদ্বোধন করবেন দৈনিক আজাদী সম্পাদক এমএম মালেক। প্রধান অতিথি থাকবেন জেলা প্রশাসক মো. সামসুল আরেফিন। উৎসবে থাকছে সংগীত, দলীয় নৃত্য, ঢোলবাদন, যন্ত্রসংগীত, আবৃত্তিসহ নানা আয়োজন।

নগরীর বাদশা মিয়া রোডে চারুকলা ইনস্টিটিউটের উদ্যোগে মঙ্গল শোভাযাত্রা সহ রয়েছে দিনব্যাপী আয়োজন। এদিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জারুল তলায়, মুক্তমঞ্চে বসন্ত উৎসবের আয়োজন করেছে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন।

বাংলাদেশ সময়: ০৯৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৭

আইএসএ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad