ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চবিতে ছাত্রলীগ কর্মীকে কোপানার ঘটনায় মামলা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৭
চবিতে ছাত্রলীগ কর্মীকে কোপানার ঘটনায় মামলা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও ছাত্রলীগের লোগো

চট্টগ‌্রাম বিশ্ববিদ্যালয়: ছাত্রলীগ কর্মী মোফাজ্জল হায়দার হোসেন ওরফে মোফাকে কুপিয়ে আহত করার ঘটনায় চট্টগ্রাম বিশ্ববিদ্য‍ালয় (চবি) ছাত্রলীগের ১০ জনের বিরুদ্ধে একটি মামলা হয়েছে।

রোববার (১৯ ফ‌েব‌্রুয়ারি) সকালে মোফার পক্ষের ছাত্রলীগ কর্মী তৌহিদুল ইসলাম বাদী হয়ে হাটহাজারী থানায় করেন।
 
মোফা চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীনের অনুসারী হিসেবে ক্যাম্পাসে পরিচিত।
মামলার আসামিরা চবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফজলে রাব্বী সুজনের অনুসারী।
 
এর আগে শনিবার বিকেল তিনটার দিকে ফেসবুকে স্ট্যাটাস দেওয়াকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের শাহজালাল হলের সামনে মোফাকে কুপিয়ে আহত করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের অনুসারী ছয় ছাত্রলীগের নেতা-কর্মী।
 
হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলাল উদ্দিন জাহাঙ্গির বাংলানিউজকে বলেন, শনিবার দুপুরে ছাত্রলীগের এক কর্মীকে কুপিয়ে আহত করার ঘটনায় ১০ জনের নাম উল্লেখ করে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের একটি পক্ষ মামলা করেছে।
বাংলাদেশ সময়: ১৩৪৮ ঘণ্টা, ফ‌েব‌্রুয়ারি ১৯, ২০১৭
জেইউ/এআর/টিসি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।