ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

মোস্তফা-রহমান মেমোরিয়াল ফান্ডের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

চট্টগ্রাম প্রতিদিন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৭
মোস্তফা-রহমান মেমোরিয়াল ফান্ডের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

চট্টগ্রাম: রাঙ্গুনিয়া উপজেলার খিলমোগল রসিক উচ্চ বিদ্যালয়ে মোস্তফা-রহমান মেমোরিয়াল ফান্ডের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার বিদ্যালয়ের অডিটরিয়ামে অনুষ্ঠিত পরীক্ষায় ১২টি বিদ্যালয় থেকে দশম শ্রেণির ৩২ জন মেধাবী শিক্ষার্থী অংশ নেয়।

বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণ জ্ঞান বিষয়ে ১০০ নম্বরের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়।

ফান্ডের সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের নির্বাহি প্রকৌশলী মো. মোস্তফা ইকবাল (টিপু), ফান্ডের কার্যকরী কমিটির অর্থ সম্পাদক ও ইন্দ্র কুমারী বালিকা উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি আবু মনসুর, ফান্ডের নির্বাহি সদস্য মাহবুবুল হক, রাঙ্গুনীয়া কলেজের উপাধ্যক্ষ বিশিষ্ট শিক্ষাবিদ এ কে এম সুজাউদ্দিন, ইষ্টার্ন রিফাইনারি লিমিটেড’র সাবেক প্রসেস কন্ট্রোলার ইদ্রিছ মিয়া তালুকদার, ফান্ডের নির্বাহি সদস্য মো. সিরাজুল ইসলাম, খিলমোগল উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সদস্য মো. মহসীন, নাছিরউদ্দিন সামু, সোনারগাঁও দাখিল মাদ্রাসার সুপারিনটেন্ড মওলানা ইউছুফ, খিলমোগল রসিক উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শাহ আলম পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেন।

পরীক্ষা শুরুর আগে ফান্ডের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মো. মোস্তফা ইকবাল(টিপু) মেধাবৃত্তি পরীক্ষায় অংশগ্রহণকারীদের স্বাগত জানিয়ে এলাকার শিক্ষার মান উন্নয়ন ও লেখাপড়ায় আগ্রহ তৈরি কল্পে  মোস্তফা-রহমান মেমোরিয়াল ফান্ডের বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন। এসময় গরীব ও মেধাবী ছাত্র-ছাত্রীদের শিক্ষাকালীন সময়ে প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন তিনি।

 

বাংলাদেশ সময়: ১৯১৫ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৭

এমইউ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।