ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

জাহাজে গরম পানির পাইপ ফেটে বিদেশি নাগরিকের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৭
জাহাজে গরম পানির পাইপ ফেটে বিদেশি নাগরিকের মৃত্যু

চট্টগ্রাম: ‘এমবি কেমিলা’ নামে কন্টেইনারবাহী একটি জাহাজে গরম পানির পাইপ ফেটে বারসেল কায়েস (৬০) নামে এক বিদেশি নাগরিকের মৃত্যু হয়েছে। বুধবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙ্গরে দুর্ঘটনা ঘটে।

 

বারসেল কায়েস  ইউক্রেনের নাগরিক এবং জাহাজে ইঞ্জিন রুমে ফিটার হিসেবে কর্মরত ছিলেন।  

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নায়েক কাঞ্চন বড়ুয়া বাংলানিউজকে বলেন,  বন্দরের বহির্নোঙ্গরে সি এ্যাংকরেজে এমভি কেমিলা  নামে একটি জাহাজে বয়লার পাইপ ফেটে ইউক্রেনের নাগরিক বারসেল কায়েসের শরীর ঝলসে যায়।

পরে স্থানীয় শিপিং এজেন্টে জিবিএক্স’র লোকজন মুমূর্ষু অবস্থায় বিকেল সাড়ে ৪টায় চমেক হাসপাতালে নিয়ে আসে। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ১৯০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৭

এসবি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad