ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

পেঁয়াজে নজরদারির তাগিদ, বিভিন্ন দেশে নজর ব্যবসায়ীদের

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫১৪ ঘণ্টা, আগস্ট ৭, ২০১৭
পেঁয়াজে নজরদারির তাগিদ, বিভিন্ন দেশে নজর ব্যবসায়ীদের খাতুনগঞ্জে পেঁয়াজের আড়ত। ছবি: সোহেল সরওয়ার-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: বন্যা, ভারতের বাজারে মূল্যবৃদ্ধির কারণ দেখিয়ে ক্রমে বাড়ছে পেঁয়াজের দাম। এ অবস্থায় কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) কেন্দ্রীয় সহসভাপতি এসএম নাজের হোসেন আসন্ন কোরবানিতে সংঘবদ্ধ চক্র যাতে পেঁয়াজের বাজার অস্থির করতে না পারে সেজন্য এখনই প্রশাসনকে বাজারে নজরদারি বাড়ানোর তাগিদ দিয়েছেন।

দেশে ভোগ্যপণ্যের বৃহত্তম পাইকারি বাজার খাতুনগঞ্জে সোমবার সকালে ভারতের নাসিক পেঁয়াজ বিক্রি হয়েছে ৩৫-৩৬ টাকা। এক সপ্তাহ আগেও খুচরা বাজারে পেঁয়াজ ছিল ২৫ টাকা।

তবে চীনা আদা ও রসুনের দাম মোটামুটি সহনীয় থাকছে। পাইকারিতে বিক্রি হচ্ছে আদা ৯০ টাকা, রসুন ৮৮ টাকা।

মূল্যবৃদ্ধি প্রসঙ্গে খাতুনগঞ্জের সবচেয়ে বড় পেঁয়াজ বিপণিকেন্দ্র হামিদ উল্লাহ মার্কেটের ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ ইদ্রিস বাংলানিউজকে বলেন, প্রথমত চট্টগ্রামে পেঁয়াজের কোনো আমদানিকারক নেই। ভারত-বাংলাদেশ সীমান্তের স্থলবন্দর কেন্দ্রিক ব্যবসায়ীদের কাছ থেকে বেপারিরা ট্রাকবোঝাই করে পেঁয়াজ নিয়ে আসেন খাতুনগঞ্জের আড়তে। বিক্রির পর আড়তদার বেপারির কাছ থেকে কেজিতে মাত্র ৫০ পয়সা কমিশন পায়। আবার পেঁয়াজের পাইকারি ক্রেতার কাছ থেকে পায় ৩০ পয়সা। স্বাভাবিকভাবে পেঁয়াজের দাম বৃদ্ধিতে আড়তদারের হাত নেই। বেপারিই দাম নির্ধারণ করে দেন। খাতুনগঞ্জে পেঁয়াজের আড়ত

কোরবানিতে বেশি চাহিদা থাকায় সিন্ডিকেট করে পেঁয়াজের দাম বাড়ানোর বিষয়টি অস্বীকার করে এ ব্যবসায়ী নেতা বলেন, ভারতে দাম বাড়লে দেশে পেঁয়াজের দাম বাড়ে। অন্য সময় এ ধরনের সংকট মোকাবেলায় মিয়ানমার, পাকিস্তান, চীনসহ বিভিন্ন দেশ থেকে বড় বড় পেঁয়াজ আমদানি করা হতো। এবারও খাতুনগঞ্জের ব্যবসায়ীরা বিভিন্ন দেশে খোঁজখবর নিচ্ছেন। সমস্যা হচ্ছে এখনি যদি বুকিং দেওয়া হয় সে পেঁয়াজ বন্দরে আসতে আসতে কোরবান চলে যাবে।

এসএম নাজের হোসাইন বলেন, রমজানে যেমন ছোলা-চিনি, তেমনি কোরবানিতে পেঁয়াজ-রসুন-আদার সিন্ডিকেট সক্রিয় হয়। তারা নানা অজুহাত আর কৃত্রিম সংকট দেখিয়ে দেশের বাজারে মূল্যবৃদ্ধি করে। যা অস্বাভাবিক পর্যায়ে ঠেকে যদি রাষ্ট্রায়ত্ত সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) সক্রিয় না হয। এবারও টিসিবিকে সক্রিয় করতে হবে। পাশাপাশি প্রশাসনিক নজরদারি বাড়াতে হবে। এটা তো সত্য যে যে পেঁয়াজ এখন বাজারে আছে সেগুলো ভারত থেকে বেশি দামে কেনা পেঁয়াজ নয়।

তিনি বলেন, সরকার সিদ্ধান্ত নিতে যদি দেরি করে তবে চালের বাজারের মতো পেঁয়াজের বাজারও ক্রমে অস্থিতিশীল হয়ে ওঠার আশঙ্কা রয়েছে। নজরদারি ও বিকল্প বাজার সৃষ্টির ওপর গুরুত্ব দিতে হবে এখনই।

১০ টাকায় পেঁয়াজ খাতুনগঞ্জে

পেঁয়াজের ঝাঁজ বাড়ছেই, কমবেও না সহসা!

বাংলাদেশ সময়: ১১১৪ ঘণ্টা, আগস্ট ০৭, ২০১৭

এআর/আইএসএ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।