অন্যদিকে ব্যবসায়ীদের দাবি, চট্টগ্রামের উপজেলাগুলো থেকে বাজারে সবজির সরবরাহ নেই, তাই অন্যান্য জেলাগুলো থেকে সবজি আমদানি করতে হচ্ছে। ফলে সবজির দামও বেশি।
শুক্রবার (১১ আগস্ট) সকালে নগরীর চকবাজারের কাঁচাবাজার, দুই নম্বর গেট ও কাজীর দেউড়ি কাঁচাবাজারে গিয়ে এই চিত্র দেখা গেছে।
বেগুন, ঝিঙ্গা, চিচিঙ্গা, বরবটি, ঢেঁড়স, তিত করলা, আলু ও শিম নতুন করে আসতে শুরু করেছে কাঁচাবাজারগুলোতে।
কিন্তু টমেটো কেজিতে ১৪০ টাকা, বরবটি ৮০ টাকা ও নতুন করে আসা শিম কেজিতে ১২০ টাকায় বিক্রি হচ্ছে। অথচ গত সপ্তাহে টমেটো কেজিতে ৪০ টাকা ও বরবটি ৭০ টাকায় বিক্রি হয়েছিল।
এদিকে চকবাজার কাঁচাবাজারে কাঁচা মরিচের দেখা মেলেনি। তবে দুই নম্বর গেট ও কাজীর দেউড়ি বাজারে মরিচের দেখা মিললেও তা ছিল পরিমাণে খুব কম। সেখানে কাঁচা মরিচ বিক্রি হচ্ছে কেজিতে ১৬০ টাকায়।
চকবাজারে বাবুল নামে এক ব্যবসায়ী বাংলানিউজকে বলেন, ‘নতুন করে বাজারে কাঁচা মরিচের সরবরাহ নেই। সিলেটে বন্যা ও বৃষ্টির কারণে অন্যান্য সবজির সঙ্গে কাঁচা মরিচেরও ব্যাপক ক্ষতি হয়েছে। তাই সেখান থেকে কাঁচা মরিচ এই সপ্তাহে বাজারে আসেনি। ’
কাজীর দেউড়ি কাঁচাবাজারে সবজি বিক্রেতা আব্দুল রহিম বাংলানিউজকে বলেন, ‘নতুন সবজিতে বাজার ভরপুর হলেও এসব সবজি খুচরায় বেশি দামে কিনতে হয়েছে। উপজেলাগুলো থেকে সবজি আসছে না। সিলেট, যশোর ও দিনাজপুর থেকে এসব সবজি আসছে। ফলে আমদানি খরচ বেশি হওয়ায় সবজির দাম বেশি। ’
দুই নম্বর গেটের মো.সোলায়মান নামে এক ক্রেতা বাংলানিউজকে বলেন, ‘বাজারে এই সময়ে সবজির দাম কম থাকার কথা। কিন্তু সরকারের তরফ থেকে বাজার মনিটরিং না হওয়ায় অজুহাত দিয়ে দাম বাড়াচ্ছে। ’
বাংলাদেশ সময়: ১২২৭ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৭
জেইউ/আইএসএ/টিসি