ঢাকা, শনিবার, ১২ আশ্বিন ১৪৩১, ২৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ রবিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

১ কিলোমিটার এলইডি সড়কবাতিতে খরচ সাড়ে ৬৪ লাখ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪২৭ ঘণ্টা, নভেম্বর ৫, ২০১৭
১ কিলোমিটার এলইডি সড়কবাতিতে খরচ সাড়ে ৬৪ লাখ সাগরিকা রোডে এলইডি সড়কবাতি

চট্টগ্রাম: নগরীর সাগরিকায় জহুর আহমদ চৌধুরী ক্রিকেট স্টেডিয়ামের এক কিলোমিটার সড়কে এলইডি বাতি লাগাতে চসিকের খরচ পড়েছে ৬৪ লাখ ৩৪ হাজার টাকা। এর মধ্যে বাতি লেগেছে মাত্র ৯৮টি। বিদ্যুৎসাশ্রয়ী হওয়ায় এ বাতির প্রতি আগ্রহ চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক)।   

২০১৫-১৬ অর্থবছরে চসিকের নিজস্ব অর্থায়নে ৪৯ লাখ ৮০ হাজার টাকা ব্যয়ে কাজীর দেউড়ি হতে ইস্পাহানি মোড় হয়ে টাইগারপাস পর্যন্ত ১ কিলোমিটার সড়কে ১০০টি এলইডি বাতি লাগানো হয়। চলতি অর্থবছরে কাজীর দেউড়ি মোড় থেকে নিউমার্কেট পর্যন্ত ২ কিলোমিটার সড়কে ১১৮টি, টাইগারপাস থেকে বারিক বিল্ডিং পর্যন্ত ৫ কিলোমিটার সড়কে ১৬৪টি এলইডি বাতি লাগানো হচ্ছে।

এই ৭ কিলোমিটার সড়কে ২৮২টি এলইডি বাতি স্থাপনে ২ কোটি ১৩ লাখ ৬২ হাজার টাকা খরচ হবে।

শনিবার (০৪ নভেম্বর) রাতে সাগরিকা রোড়ের এলইডি বাতির উদ্বোধন করেন মেয়র আ জ ম নাছির উদ্দীন

এ ছাড়া নগরীর আন্দরকিল্লা থেকে কোতোয়ালি মোড় পর্যন্ত ১ দশমিক ২ কিলোমিটার সড়কে ৮২টি, কেসি দে সড়কে দশমিক ৯ কিলোমিটার সড়কে ৬০টি বাতি এবং সিনেমা প্যালেস এলাকায় ১ কিলোমিটার সড়কে ৬৭টি বাতি স্থাপনে ১ কোটি ৭৭ লাখ ৮২ হাজার ২০৩ টাকার কার্যাদেশ দেওয়া হয়েছে।

এ প্রসঙ্গে মেয়র বলেন, চসিকের নিজস্ব অর্থায়নে ২০১৫-১৬ অর্থবছর এবং ১৭-১৮ অর্থবছরে ১২ দশমিক ০১ কিলোমিটার সড়কে ৬৮৯টি এলইডি বাতি স্থাপনে ৪ কোটি ৬৮ লাখ ৭৮ হাজার ৬০৩ টাকা খরচ হবে। নগরবাসীকে অন্ধকার থেকে মুক্ত করার লক্ষ্যে সেবার অংশ হিসেবে এলইডি লাইটিং কর্মসূচি বাস্তবায়ন করছে চসিক।

চসিকের সড়কবাতির মধ্যে ৪১টি ওয়ার্ডে ৩৬ হাজার ৬৭৭টি ৪০ ওয়াটের টিউবলাইট, ১৫০ ওয়াটের প্রায় ৫ হাজার হাইপ্রেসার সোডিয়াম লাইট এবং কয়েকশ এলইডি লাইট  রয়েছে।

'১০ শতাংশ সড়কবাতি অকেজো থাকতে পারে'

বাংলাদেশ সময়: ১০২৭ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৭

এআর/টিসি    

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।