ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে পাসের হার ৭৫.৫০

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৫৪ ঘণ্টা, মে ৬, ২০১৮
চট্টগ্রামে পাসের হার ৭৫.৫০ কলেজিয়েট স্কুলের ছাত্রদের উল্লাস। ছবি: সোহেল সরওয়ার

চট্টগ্রাম: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় এবার চট্টগ্রাম শিক্ষাবোর্ডে পাসের হার ৭৫ দশমিক ৫০ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৮ হাজার ৯৪ জন।

বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন চট্টগ্রাম শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) মো. তাওয়ারিক আলম।

তিনি বলেন, এবছর চট্টগ্রাম শিক্ষাবোর্ডের অধীনে পাসের হার ৭৫ দশমিক ৫০ শতাংশ।

এক হাজার ২৩টি শিক্ষা প্রতিষ্ঠানের ১ লাখ ৩৫ হাজার ১৪৮ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ১ লাখ ২ হাজার ৩৭ জন। জিপিএ-৫ পেয়েছে ৮ হাজার ৯৪ জন।
এবার বিজ্ঞান বিভাগে পাসের হার ৯০ শতাংশ, মানবিক বিভাগে ৬০ দশমিক ১৩ শতাংশ এবং ব্যবসায় শিক্ষা বিভাগে পাসের হার ৭৮ দশমিক ৮৬ শতাংশ।  বিজ্ঞান বিভাগে পাসের হার ৯০ শতাংশ, মানবিকে ৬০ দশমিক ১৩ শতাংশ এবং ব্যবসায় শিক্ষা শাখায় ৭৮ দশমিক ৮৬ শতাংশ।

শিক্ষাবোর্ড সূত্রে জানা যায়, চট্টগ্রাম শিক্ষাবোর্ডের অধীনে ১৭৯টি কেন্দ্রে এবছর এসএসসি পরীক্ষায় ১ হাজার ২৩টি বিদ্যালয়ের ১ লাখ ৩৫ হাজার ১৪৮ জন পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে ৬২ হাজার ৭৫৭ জন ছাত্র ও ৭২ হাজার ৩৯১ জন ছাত্রী।

বিজ্ঞান বিভাগে ৩০ হাজার ৭৮৫ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ২৭ হাজার ৭০৮ জন, মানবিকে ৪২ হাজার ৫৬২ জনের মধ্যে পাস করেছে ২৫ হাজার ৫৯২ জন এবং ব্যবসা শিক্ষা শাখায় ৬১ হাজার ৮০১ জনের মধ্যে পাস করেছে ৪৮ হাজার ৭৩৭ জন।

এবছর ছাত্র পাসের হার ৭৫ দশমিক ৮৬ শতাংশ, ৬২ হাজার ৭৫৭ জন ছাত্রের মধ্যে পাস করেছে ৪৭ হাজার ৬০৮ জন এবং ছাত্রী পাসের হার ৭৫ দশমিক ১৯ শতাংশ, ৭২ হাজার ৬০৩ জন ছাত্রীর মধ্যে পাস করেছে ৫৪ হাজার ৪২৯ জন।   

নগরবাদে চট্টগ্রাম জেলায় পাসের হার ৭৭ দশমিক ২৬ শতাংশ, নগরসহ চট্টগ্রাম জেলায় পাসের হার ৭৯ দশমিক ৯৭ শতাংশ, কক্সবাজার জেলায় পাসের হার ৭৪ দশমিক ২৯ শতাংশ, রাঙামাটি জেলায় পাসের হার ৬২ দশমিক ৭২ শতাংশ, খাগড়াছড়ি জেলায় পাসের হার ৫০ দশমিক ৫২ শতাংশ ও বান্দরবান জেলায় পাসের হার ৫৭ দশমিক ৯২ শতাংশ।

বাংলাদেশ সময়: ১০৫৫ ঘণ্টা, মে ০৬, ২০১৮
এসবি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।