পরে এ ঘটনায় কর্ণফুলী থানায় মামলা করলে পুলিশ শনিবার (২১ জুলাই) দুপুরে ধর্ষণে জড়িত তিন যুবককে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন-মো. ইমরান (৩০), মো. শাহজাহান (৩২) এবং কাউসার হালিম মুন্না (১৮)।
বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আরেফিন জুয়েল বাংলানিউজকে বলেন, শনিবার ভোররাতে চরলক্ষ্যা ইউনিয়নের গোয়ালপাড়ায় স্বামীর সঙ্গে রাগ করে ঘর থেকে বেরিয়ে রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় ধর্ষণের শিকার হয়েছেন এক গৃহবধূ। এ ঘটনায় জড়িত তিন যুবককে গ্রেফতার করা হয়েছে।
তিনি বলেন, ধর্ষণের সঙ্গে জড়িত নুরুল আমীন (২৭) নামে আরও একজন পলাতক রয়েছে। তাকে গ্রেফতারে অভিযান চলছে।
ঘটনার শিকার গৃহবধূকে স্বাস্থ্য পরীক্ষার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে বলেও জানা গেছে।
বাংলাদেশ সময়: ১৬২১ ঘণ্টা, জুলাই ২১, ২০১৮
এসকে/টিসি