ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

মাইজভাণ্ডারে রক্তদান কর্মসূচি ও সেমিনার

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৬ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৯
মাইজভাণ্ডারে রক্তদান কর্মসূচি ও সেমিনার মাইজভাণ্ডার দরবার শরীফে রক্তদান কর্মসূচি

চট্টগ্রাম: মাইজভাণ্ডার দরবার শরীফে রক্তদান কর্মসূচি ও রক্তদান বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। 

গাউছুল আজম মাইজভাণ্ডারী শাহ ছুফী সৈয়দ আহমদ উল্লাহ (ক.) এর ১১৩তম বার্ষিক ওরশ উপলক্ষে ১০ দিনব্যাপী আয়োজনের দ্বিতীয় দিনে ১০৩ ব্যাগ রক্ত সংগ্রহ করা হয়।

আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী ফটিকছড়ি উপজেলা সংসদের উদ্যোগে ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সহযোগিতায় এ অনুষ্ঠান আয়োজন করা হয়।

গাউছিয়া আহমদিয়া মঞ্জিলের নায়েব সাজ্জাদানশীন সৈয়দ ইরফানুল হক মাইজভাণ্ডারীর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম কেন্দ্রের প্রোগ্রাম অর্গানাইজার মুহাম্মদ জসিম উদ্দিন, আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী কেন্দ্রীয় কার্যকরী সংসদের যুগ্মসচিব অধ্যাপক মেজবাউল আলম শৈবাল, দারুততায়ালীমের প্রধান শিক্ষক মওলানা জয়নাল আবেদীন ছিদ্দিকী, সমাজকল্যাণ সম্পাদক মহিউদ্দীন এনায়েত, জেলা কার্যকরী সংসদের প্রচার ও জনসংযোগ সম্পাদক শেখ শাকিল মাহমুদ, মাইজভাণ্ডারী শাহ এমদাদীয়া ব্লাড ডোনার্স গ্রুপের সাধারণ সম্পাদক মো. সোহেল।

এ সময় উপস্থিত ছিলেন ফটিকছড়ি উপজেলা সংসদের এটিএম মুছা, মুহাম্মদ আলাউদ্দিন, সৈয়দ শিবলী সাদেক কমল, মুহাম্মদ তৌহিদুল ইসলাম, মুহাম্মদ সাইফুদ্দিন, কাজী সৈয়দুল আজম, আবুল হাসেম, মুহাম্মদ শাহজাহান, মওলানা ইলিয়াছ রেজভী সহ কর্মকর্তারা।

 

বাংলাদেশ সময়: ০৯৪০ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৯
এসকে/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।