ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

স্বপ্নকে রঙ-তুলিতে রূপ দিলো আঁকিয়েরা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৯
স্বপ্নকে রঙ-তুলিতে রূপ দিলো আঁকিয়েরা বিজয়ী প্রতিযোগীদের সঙ্গে অতিথিরা।

চট্টগ্রাম: কারো চোখে শান্তিময় বাংলাদেশ, আর কারো চোখে দারিদ্র্যমুক্ত সোনার বাংলা গড়ার স্বপ্ন। সেই স্বপ্নকে রঙ-তুলিতে রূপ দিতে চেষ্টা করেছিল নতুন প্রজন্মের আঁকিয়েরা। প্রিয় জন্মভূমির নানান দৃশ্যপট জীবন্ত হয়ে ধরা দিয়েছিল তাদের কাগজের পাতায়।

ভাষার মাসে স্মরণকালের বৃহৎ এ আয়োজনের উদ্যোক্তা ছিল রোটারি ক্লাব চট্টগ্রাম এরিষ্টোক্রেট। সহযোগিতায় ছিল চট্টগ্রামের সকল রোটার‌্যাক্ট ক্লাব।

নগরের সিআরবি শিরীষ তলায় সম্প্রতি শতাধিক প্রতিযোগীর অংশগ্রহণে বসেছিলে এ মিলনমেলা। পথ চলতি পথচারীদের দৃষ্টিও সেদিন ক্ষণিকের তরে আটকে গিয়েছিল, হয়েছিল মোহাবিষ্ট।

আঁকাআঁকিতে মগ্ন প্রতিযোগীরা। ‘আমার ভাষা, আমার গানে, আঁকি আপন মনে’ স্লোগানে প্রোগ্রাম চেয়ারম্যান রোটারিয়ান সরোজ বড়ুয়ার পরিচালনায় প্রধান অতিথি হিসেবে রোটারি চিত্রাংকন প্রতিযোগিতার উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন।

তিনটি বিভাগের এ প্রতিযোগিতা সকাল ৯টায় শুরু হয়ে শেষ হয় সাড়ে ১২টায়। শিশু শ্রেণি থেকে ৩য় শ্রেণি- ক বিভাগ, ৪র্থ থেকে ৬ষ্ঠ শ্রেণি- খ বিভাগ, ৭ম থেকে ১০ম শ্রেণি- গ বিভাগে অন্তর্ভুক্ত করা হয়। ক বিভাগের জন্য প্রতিযোগিতার বিষয় ছিল উন্মুক্ত, খ বিভাগের বিষয়: আমাদের ভাষা আন্দোলন, গ বিভাগের জন্য ‘তোমার চোখে আগামীর বাংলাদেশ’। আঁকাআঁকির এ মহাযজ্ঞে শামিল প্রতিযোগীদের চোখে তখন রাজ্য জয়ের স্বপ্ন।

বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন চসিক মেয়রক্লাব সভাপতি অ্যাডভোকেট জোবাইর হোসেন শিবলুর সভাপতিত্বে এবং রোটারিয়ান মাসুদ মোর্শেদ এর সঞ্চালনায় এ আয়োজনে বিশেষ অতিথি ছিলেন রোটারি ক্লাব চট্টগ্রাম এরিষ্টোক্রেট এর প্রতিষ্ঠাতা সভাপতি মোস্তফা আশরাফ আলভী, স্পন্সর প্রতিষ্ঠান রবি’র রিজিওনাল ম্যানেজার (মেট্রো) আশরাফ রিয়াদ, প্যানেল মেয়র হাসান মাহমুদ হাসনি, ওয়ার্ড কমিশনার শৈবাল দাশ সুমন, রোটারিয়ান মোহাম্মদ মনিরুজ্জামান, রোটারিয়ান ওয়াহেদুজ্জামান, রোটারিয়ান শাহজাহান চৌধুরী, রোটারিয়ান মির নাজমুল আহছান রবিন, রোটারিয়ান সাইফুল হুদা সিদ্দিকি, রোটা নজরুল ইসলাম নান্টু, রোটারিয়ান ডা. কামাল হোসেন জুয়েল, রোটারিয়ান তানভির শাহরিয়া রিমন, রোটারিয়ান প্রকৌশলী মোহাম্মদ ইমরান, রোটারিয়ান ডা. জয়নাল আবেদীন মুহরী, রোটারিয়ান এস এম মহিবুর রহমান, রোটারিয়ান শহিদুল্লাহ চৌধুরী, রোটারিয়ান নোমান বিন জহির উদ্দিন, রোটারিয়ান আবদুল্লাহ আল ওমর, রোটারিয়ান এ কিউ ফরহাদ, রোটারিয়ান তৌফিক ফরহাদ নুর, রুম্মান আহমেদ, পিডিআর.আর মোহাম্মদ সাজ্জাদ প্রমুখ।

কৃতিত্বের সনদ হাতে প্রতিযোগিদের উল্লাস। চিত্রাংকন প্রতিযোগিতায় প্রধান বিচারকের দায়িত্ব পালন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চারুকলা বিভাগের প্রভাষক উত্তম কুমার বড়ুয়া। বিচারক ছিলেন শিল্পী মাইনুদ্দীন আহমেদ, শ্রীকান্ত আচার্য, খোকন দাশ, জাহাঙ্গীর কবির লিটু, এম এ মুকিত চৌধুরী, সুখ রঞ্জন হাওলাদার। প্রতিটি বিভাগে ১০টি করে সর্বমোট ৩০টি পুরস্কার বিজয়ীদের হাতে তুলে দেন বিচারকরা।

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৯
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।