ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

নানা আয়োজনে চট্টগ্রামে পুষ্টি সপ্তাহ পালিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১৯ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০১৯
নানা আয়োজনে চট্টগ্রামে পুষ্টি সপ্তাহ পালিত বক্তব্য দেন সিভিল সার্জন ডা. আজিজুর রহমান সিদ্দিকী।

চট্টগ্রাম: নানা আয়োজনে চট্টগ্রামে পালিত হয়েছে জাতীয় পুষ্টি সপ্তাহ। এ উপলক্ষে সোমবার (২৯ এপ্রিল) বিকেলে সিভিল সার্জন কার্যালয়ে সংবাদ সম্মেলন আয়োজন করা হয়।

এতে সিভিল সার্জন ডা. আজিজুর রহমান সিদ্দিকী বলেন, পুষ্টি সপ্তাহ উপলক্ষে একাধিক জনমূখী আয়োজন ছিল।

‘প্রথম দিন আলোচনা সভার পাশাপাশি বিকেলে পুষ্টি গাড়ী তৈরির মাধ্যমে শহরের বিভিন্ন স্থানে দুই হাজার লিফলেট বিতরণ করা হয়।

দ্বিতীয় দিন মাতৃপুষ্টি ও কৃষকদের নিয়ে সেমিনার আয়োজন করা হয়। এতে প্রসূতি নারী ও কৃষকদের নানা বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।

সিভিল সার্জন বলেন, তৃতীয় দিন শিশুদের নিয়ে চিত্রাংকন প্রতিযোগিতা আয়োজন করা। সেখানে শিশুরা পুষ্টিকর ফলে ছবি অংকন করে।

‘এ ছাড়া মা-বাবাসহ পরিবারে সকলকে নিয়ে পুষ্টিকর খাবার রান্নার প্রতিযোগিতা আয়োজন করা হয়। পাশাপাশি সরকারি খাস্তগীর বালিকা বিদ্যালয়ে শিক্ষার্থীদের নিয়ে সেমিনার করা হয়। পঞ্চম দিন হাটহাজারীতে পুষ্টিবিদদের নিয়ে বিশেষ আয়োজন করা হয়। ষষ্ঠ দিন জনসচেতনা সৃষ্টির লক্ষে মসজিদে মুসল্লিদের উদ্দেশ্যে বক্তব্য দেওয়া হয়। ’

সংবাদ সম্মেলন সিভিল সার্জন অফিসের কর্মকতাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০১৯
এসইউ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।