ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

রেলওয়ের মহাব্যবস্থাপককে কার্যালয়ে পেলো না দুদক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩১ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১৯
রেলওয়ের মহাব্যবস্থাপককে কার্যালয়ে পেলো না দুদক

চট্টগ্রাম: নগরের সিআরবির রেলওয়ের পূর্বাঞ্চলে আকস্মিক অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের হটলাইনে (১০৬) আসা অভিযোগের পরিপ্রেক্ষিতে এ অভিযান চালানো হয়। এসময় রেলওয়ের পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক সৈয়দ ফারুক আহমদকে তার কার্যালয়ে পাননি দুদক কর্মকর্তারা।

মঙ্গলবার (৩০ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে এ অভিযানে যান তারা।

দুদকের উপ-সহকারি পরিচালক নুরুল ইসলাম বাংলানিউজকে বলেন, রেলওয়ের পূর্বাঞ্চলে গিয়ে মহাব্যবস্থাপক সৈয়দ ফারুক আহমদকে তার কার্যালয়ে পাওয়া যায়নি।

দুদকের হটলাইনে (১০৬) আসা অভিযোগের বিষয়ে জানতে তার কার্যালয়ে যাওয়া হয়। তাকে পাওয়া না গেলেও রেলওয়ের জনসংযোগ কর্মকর্তাসহ কয়েকজনের সঙ্গে কথা হয় ও কিছু কাগজপত্র নিয়ে আসা হয়।
 

এ বিষয়ে জানতে রেলওয়ের পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক সৈয়দ ফারুক আহমদের সঙ্গে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি।

সূত্র জানায়, রেলওয়ের অবহেলায় আখাউড়া স্টেশনে তিনটি বগিতে ৬০ টন সরকারি গম পড়ে থাকার প্রাথমিক তদন্ত পাওয়ার পর, সৈয়দ ফারুক আহমদকে জিজ্ঞাসাবাদের জন্য তার কার্যালয়ে যান দুদক কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ১৯২৭ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১৯

জেইউ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।