ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নির্বাচন সম্পন্ন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০৯ ঘণ্টা, মে ৬, ২০১৯
টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নির্বাচন সম্পন্ন

চট্টগ্রাম: টিভি জার্নালিস্টস অ্যাসোসিয়েশন চিটাগাংয়ের দ্বিবার্ষিক নির্বাচনে বাংলাভিশনের ব্যুরো প্রধান নাসির উদ্দিন তোতা সভাপতি ও দীপ্ত টিভির ব্যুরো প্রধান লতিফা আনসারী রুনা সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ।

সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন চ্যানেল আইয়ের ব্যুরো প্রধান চৌধুরী ফরিদ।

যুগ্ম-সম্পাদক পদে সমান ভোট  পেয়েছেন সময় টিভির ব্যুরো প্রধান প্রমল কান্তি দে কমল ও ডিবিসি টিভির মাসুদ আহমেদ।

গঠনতন্ত্র অনুযায়ী লটারিতে ২-১ ব্যবধানে জয়ী হন মাসুদুল হক।

এ ছাড়া অর্থ সম্পাদক পদে যমুনা টেলিভিশনের আরিফুর রহমান সবুজ এবং প্রচার প্রকাশনা ও সাংস্কৃতিক সম্পাদক পদে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের অনুপম শীল বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

পাশাপাশি ৩টি নির্বাহী সদস্য পদে বাংলাভিশনের মোহাম্মদ আলী আকবর, গাজী টিভির মোহাম্মদ তৌহিদুল আলম ও চ্যানেল টোয়েন্টিফোরের শফিক আহমেদ সাজিব বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

নির্বাচন কমিশনের চেয়ারম্যান মহসিন চৌধুরী বলেন, চট্টগ্রাম প্রেস ক্লাবের দোতলায় শনিবার (৪ মে) সন্ধ্যে ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত টিভি জার্নালিস্টস অ্যাসোসিয়েশন চিটাগাংয়ের দ্বিবার্ষিক নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়। এর আগে গত ২৫ ও ২৬ এপ্রিল মনোনয়ন ফরম বিতরণ করা হয়। ২৮ এপ্রিল ছিলো মনোনয়ন জমার শেষ দিন এবং একই দিন বাছাই শেষে খসড়া তালিকা প্রকাশ করা হয়। ৩০ এপ্রিল মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনেই প্রার্থী তালিকা চূড়ান্ত করা হয়।

নির্বাচন কমিশনার হিসেবে আজিজুল কদির ও কাজী মনজুরুল ইসলাম দায়িত্ব পালন করেন।

এর আগে শনিবার সকালে জিটিভির চট্টগ্রাম ব্যুরো প্রধান অনিন্দ্য টিটোর সভাপতিত্বে দ্বিবার্ষিক সভা অনুষ্ঠিত হয়। সভায় গত সাধারণ সভায় গৃহীত কার্যবিবরণী অনুমোদন ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।

বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, মে ০৫, ২০১৯
এআর/টিসি

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।