সম্প্রতি নগরের দামপাড়া প্রিমিয়ার ইউনিভার্সিটি অডিটোরিয়ামে প্রিমিয়ার ইউনিভার্সিটির ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ২৪ ও ২৫তম ব্যাচের নবীন বরণ এবং ১৬ ও ১৭তম ব্যাচের বিদায় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
অনুপম সেন বলেন, একসময় এই পৃথিবীতে বিদ্যুৎ ও কম্পিউটারসহ অনেক কিছুই ছিল না।
ড. অনুপম সেন বিদায়ী শিক্ষার্থীদের ভালবাসা ও নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে বলেন, এই ইউনিভার্সিটি উচ্চশিক্ষার বিদ্যাপীঠ; জ্ঞানচর্চা ও জ্ঞান সৃজনের সুমহান কেন্দ্র।
সহকারী অধ্যাপক সাইফুদ্দিন মুন্নার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রিমিয়ার ইউনিভার্সিটির ট্রেজারার প্রফেসর এ কে এম তফজল হক, শিক্ষা মন্ত্রণালয়ের পরিকল্পনা প্রধান কাজী মনিরুল ইসলাম, প্রিমিয়ার ইউনিভার্সিটির বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ড. তৌফিক সাঈদ।
উপস্থিত ছিলেন প্রিমিয়ার ইউনিভার্সিটির রেজিস্ট্রার খুরশিদুর রহমান, আইন অনুষদের অ্যাডজাঙ্কট ডিন প্রফেসর ড. আব্দুল্লাহ আল ফারুক, ব্যবসা-শিক্ষা অনুষদের সহকারী ডিন এম. মইনুল হক, প্রক্টর আহমেদ রাজীব চৌধুরী, সহকারী প্রক্টর মীর তরিকুল আলম, কিংশুক ধর, হিল্লোল সাহা, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক ফারহানা শিরিন চৌধুরী ও গণিত বিভাগের সহকারী অধ্যাপক তানিয়া নূর।
বাংলাদেশ সময়: ২১১৬ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৯
জেইউ/এমআর/টিসি