ঢাকা, রবিবার, ২ অগ্রহায়ণ ১৪৩১, ১৭ নভেম্বর ২০২৪, ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

তেলের ড্রাম বিস্ফোরণে দুই শিশু দগ্ধ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০০ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০১৯
তেলের ড্রাম বিস্ফোরণে দুই শিশু দগ্ধ

চট্টগ্রাম: নগরের বায়েজিদ থানার আরেফিন নগরে পাম তেলের ড্রাম বিস্ফোরিত হয়ে দুই শিশুর শরীরের ৭০ ভাগ পুড়ে গেছে।

শনিবার (০৭ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে আরেফিন নগরের মুক্তিযোদ্ধা কলোনি এলাকার খাজা স্টোরে এ দুর্ঘটনা ঘটে।

আহত দুই শিশু হল- মুক্তিযোদ্ধা কলোনির ইয়াছিনের ছেলে রিফাত (৮) ও একই এলাকার মোস্তফার ছেলে মোবারক (৫)।

তাদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদশর্ক (এএসআই) শীলব্রত বড়ুয়া চিকিৎসকের বরাত দিয়ে বাংলানিউজকে বলেন, রিফাত ও মোবারকের শরীরের ৭০ ভাগ দগ্ধ হয়েছে।

বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রিটন সরকার বাংলানিউজকে বলেন, খাজা স্টোর দোকানের কর্মচারীরা পাম তেলের একটি ড্রামের ওপরের ঢাকনা না খুলে নিচে আগুন দিয়ে গরম করার সময় ড্রামটি বিস্ফোরিত হয়। এতে পাশে খেলতে থাকা দুই শিশু দগ্ধ হয়।

বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০১৯
জেইউ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।