ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

শাহ আমানতে ২৬২ কার্টন সিগারেট জব্দ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬১১ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২০
শাহ আমানতে ২৬২ কার্টন সিগারেট জব্দ

চট্টগ্রাম: শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে শারজাহ থেকে আসা এক যাত্রীর কাছ থেকে ২৬২ কার্টন সিগারেট জব্দ করা হয়েছে।

শুক্রবার (১৭ জানুয়ারি) রাত পৌনে ১০টায় গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দর কাস্টমস, কাস্টমস ইন্টেলিজেন্সের সহায়তায় চালানটি জব্দ করে এনএসআই টিম।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, শারজাহ থেকে এয়ার এরাবিয়ার জি৯-৫২৩ ফ্লাইটে হাটহাজারীর বাসিন্দা আমিনুল হক চট্টগ্রাম আসেন।

গোপন সংবাদের ভিত্তিতে তার ব্যাগেজ তল্লাশি করে ২৬২ কার্টন ইজি লাইট ব্রান্ডের সিগারেট পাওয়া যায়।  

এরপর সিগারেটগুলো জব্দ করে বিমানবন্দর কাস্টমসকে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার জন্য হস্তান্তর করা হয়।

এর আগে সকালে সালাম এয়ারের ওভি-৪০৭ ফ্লাইটে মাসকাট আসা হাটহাজারীর বাসিন্দা মোহাম্মদ শফি উল্লাহর লাগেজ থেকে ১২০ কার্টন ইজি ব্রান্ডের সিগারেট উদ্ধার করা হয়েছিলো।

বাংলাদেশ সময়: ০১০১ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২০
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।