ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

ঘন কুয়াশা: নামতে পারেনি ৫টি আন্তর্জাতিক ফ্লাইট

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০২০
ঘন কুয়াশা: নামতে পারেনি ৫টি আন্তর্জাতিক ফ্লাইট

চট্টগ্রাম: ঘন কুয়াশায় দৃষ্টিসীমা কমে যাওয়ায় শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৫টি আন্তর্জাতিক ফ্লাইট নামতে পারেনি। ফ্লাইটগুলো ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চলে গেছে।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ৯টা পর্যন্ত শাহ আমানতে ভিজিবিলিটি ছিলো খুবই কম। প্লেন নামানোর জন্য কমপক্ষে  দরকার ৮০০ মিটার।

বিমানবন্দরের ব্যবস্থাপক উইং কমান্ডার সারওয়ার ই জামান বাংলানিউজকে বলেন, সকালে শারজাহ থেকে আসা এয়ার এরাবিয়া, মাসকাট ও দোহা থেকে আসা রিজেন্ট এয়ারওয়েজ, দোহা থেকে আসা ইউএস বাংলার ফ্লাইট শাহ আমানতে অবতরণ করতে না পেরে শাহজালালে চলে যায়। সকাল ১০টা থেকে প্লেন ওঠানামা স্বাভাবিক হয়।

আরও পড়ুন>>ঘন কুয়াশায় সৈয়দপুরে প্লেন ওঠানামা বন্ধ

শনিবার রাত ৯টা থেকে রোববার সকাল ১০টা পর্যন্ত বেশ কিছু আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ ফ্লাইট নামতে পারেনি শাহ আমানতে।

বাংলাদেশ সময়: ০৯১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০২০
এআর/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।