বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বরাবর চিঠি দিয়ে তিনি দলের সব পর্যায়ের পদ থেকে অব্যাহতি দেওয়ার অনুরোধ জানান। চিঠির অনুলিপি দেওয়া হয়েছে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদকে।
চিঠিতে সাহেদ বকস বলেন, ‘৯০ এর দীর্ঘ ৯ বছর স্বৈরাচারবিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়েছি। একজন ছাত্রনেতা হিসেবে, ছাত্রদলের কর্মী হিসেবে অনেক ত্যাগ-নির্যাতন-নিপীড়নের শিকার হয়েছি।
চিঠির বিষয়ে জানতে চাইলে সাহেদ বকস বাংলানিউজকে বলেন, সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্করের কর্মকাণ্ডের কারণে দল থেকে অব্যাহতি চেয়েছি। আশাকরি দল অব্যাহতি দেবে।
এ বিষয়ে জানতে চাইলে সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর বাংলানিউজকে কোনো বক্তব্য দিতে রাজি হননি।
বাংলাদেশ সময়: ২০৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০২০
জেইউ/টিসি