বিশ্ববিদ্যালয়ের এ এফ রহমান হলে শাটল ট্রেনের বগিভিত্তিক সংগঠন সিক্সটি নাইন ও বিজয় গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এর আগে বুধবার বিকেলেও ছাত্রলীগের দুইপক্ষের মধ্যে সংঘর্ষ হয়।
ক্যাম্পাস সূত্র জানায়, বগিভিত্তিক সংগঠন সিক্সটি নাইনসহ একাধিক গ্রুপের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের এফ রহমান হলে থাকা বিজয় গ্রুপের নেতাকর্মীদের মারামারি হয়। এ সময় হলের লাইটগুলো ভেঙে দিলে দুই গ্রুপের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়।
এ সময় ৬টি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। রাত পৌনে তিনটার দিকে এ সংবাদ লেখা পর্যন্ত ক্যাম্পাসে উভয়পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল।
এ বিষয়ে যোগাযোগ করলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এস এম মনিরুল হাসান বাংলানিউজকে বলেন, আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছি। ঘটনাস্থলে পুলিশ ও প্রক্টরিয়াল বডির সদস্যরা রয়েছেন।
এ ঘটনায় ৫২জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এর আগে বুধবার বিকেলে কনকর্ড ও বিজয় গ্রুপের মধ্যে ক্যাম্পাসে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের চারজন আহত হয়। আহতরা হলেন- চবি আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাকিবুল হাসান, রাজনীতি বিজ্ঞান বিভাগের একই বর্ষের নেজামুল করিম, বাংলাদেশ স্টাডিজ বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের মো. রিফাত ও ইসলাম শিক্ষা বিভাগের মো. ফুয়াদ। গুরুতর আহত নেজাম ও ফুয়াদকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ০৩১৭ ঘণ্টা, মার্চ ৫, ২০২০
এমএ/টিসি