ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

কোস্টগার্ডের অভিযানে দেড় লাখ ইয়াবাসহ আটক ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩০ ঘণ্টা, মার্চ ২১, ২০২০
কোস্টগার্ডের অভিযানে দেড় লাখ ইয়াবাসহ আটক ২ দেড় লাখ ইয়াবাসহ আটক ২

চট্টগ্রাম: আনোয়ারার রায়পুর সংলগ্ন সাংগু মোহনা এলাকায় অভিযান চালিয়ে দেড় লাখ পিস ইয়াবাসহ দুইজনকে আটক করেছে কোস্টগার্ড সদস্যরা।

শনিবার (২১ মার্চ) তাদের আটক করা হয়। এ সময় ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি কাঠের নৌকা জব্দ করা হয়।

আটক দুইজন হলো- মো. জালাল উদ্দীন (২৫) ও মো. ফারুক (২৬)। তাদের বাড়ি আনোয়ারা উপজেলায়।

কোস্টগার্ড পূর্ব জোনের স্টাফ অফিসার (অপারেশন) লে. কমান্ডার মো. সাইফুল ইসলাম বাংলানিউজকে জানান, রায়পুর সংলগ্ন সাংগু মোহনা এলাকায় অভিযান চালিয়ে দেড় লাখ পিস ইয়াবাসহ দুইজনকে আটক করা হয়েছে। ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি কাঠের নৌকা জব্দ করা হয়েছে।

এ ঘটনায় আনোয়ারা থানায় মামলা দায়ের করে তাদের আনোয়ারা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৬২৩ ঘণ্টা, মার্চ ২১, ২০২০
এসকে/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।