ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

করোনা: কন্ট্রোল রুম ও ফোকাল পারসনের নাম্বার

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৯ ঘণ্টা, মার্চ ২৭, ২০২০
করোনা: কন্ট্রোল রুম ও ফোকাল পারসনের নাম্বার

চট্টগ্রাম: নভেল করোনাভাইরাস প্রতিরোধে চট্টগ্রাম বিভাগের ১১টি জেলা এবং গুরুত্বপূর্ণ হাসপাতালসমূহের কন্ট্রোল রুম ও ফোকাল পারসনের নাম্বার:

চট্টগ্রাম জেলার কন্ট্রোল রুম: ০৩১-৬৩৪৮৪৩, ফোকাল পারসন ডা. মো. নুরুল হায়দার, মেডিক্যাল অফিসার (ডিজিজ কন্ট্রোল)-০১৮১৬০৩১১২১।

কক্সবাজার জেলার কন্ট্রোল রুম: ০৩৪১-৬৩৭৬৮, ডা. আসমা আবসারী-এস.এমও (০১৭১৩-২০৫৮৭৭), বান্দরবান জেলার কন্ট্রোল রুম: ০৩৬১-৬২৫২৪, ডা. মো. আলমগীর (০১৭১০-৫৬৬১৭৭) মেডিক্যাল অফিসার (সিএস), রাঙামাটি জেলার কন্ট্রোল রুম: ০৩৫১-৬২১১৪, ডা. মো. মোস্তফা কামাল (০১৭১৫৫-৩০৮৩৭), মেডিক্যাল অফিসার (সিএস), খাগড়াছড়ি জেলার কন্ট্রোল রুম: ০৩৭১-৬১৬৮১, ডা. মিতন চাকমা (০১৭১৫-২৯৮২৪৭), মেডিক্যাল অফিসার (সিএস)।

ফেনী জেলার কন্ট্রোল রুম: ০৩৩১-৭৪০৪২, ডা. তাহসিন নুর অমি (০১৭৩৩-০৬১৩৫৬), মেডিক্যাল অফিসার (সিএস), নোয়াখালী জেলার কন্ট্রোল রুম: ০৩২১-৬১০৬৮, ডা. হোসেন মো. আরাফাত (০১৭৬-৫৮২০৯৫৯), মেডিক্যাল অফিসার (রিজার্ভ স্টোর), লক্ষীপুর জেলার কন্ট্রোল রুম: ০৩৮১-৬১৩৩৬, মো. আনোয়ার হোসেন (০১৭১৬-১৪৯৬৪৮), জুনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা, চাঁদপুরের কন্ট্রোল রুম: ০৮৪১-৬৩৫৭০, মো. ইউসুফ (০১৭১৬-২১৬৩৭২), জুনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা, কুমিল্লা জেলার কন্ট্রোল রুম: ০১৩১০০২৬৬৯৪, ডা. শাহাদাত হোসেন (০১৭৩৩-৪৯৯৮৮৯), ডেপুটি সিভিল সার্জন, ব্রাহ্মণবাড়িয়ার কন্ট্রোল রুম: ০৮৫১-৬১২৫৫, ০১৭১৬-৮৩৬৪২৪, ডা. সানজিদা আক্তার (০১৭১৬-৮৪৪৪৮৮), মেডিক্যাল অফিসার (সিএস)।

বিআইটিআইডি কন্ট্রোল রুম: ০২-৪৪০৭৫১৬৪, ২৫০ শয্যা বিশিষ্ট চট্টগ্রাম জেনারেল হাসপাতাল কন্ট্রোল রুম: ০৩১-৬১৬৭৮৬, ডা. আব্দুর রব (০১৭১৪-০৮০৫৯৩), সিনিয়র কনসালটেন্ট (মেডিসিন), ডা. জামাল মোস্তফা (০১৬৭২-০১৪৭৪৪), আবাসিক মেডিক্যাল অফিসার।

জেলার বা প্রাতিষ্ঠানিক নভেল করোনা ভাইরাস সংক্রান্ত যে কোনো তথ্য আদান-প্রদানের জন্য উক্ত নাম্বারসমূহে যোগাযোগ করা যেতে পারে বলে জানিয়েছেন চট্টগ্রাম বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ও করোনা ভাইরাস প্রতিরোধ এবং মোকাবেলায় গঠিত বিভাগীয় কমিটির সদস্য সচিব ডা. হাসান শাহরিয়ার কবীর।

বাংলাদেশ সময়: ১১৪৫ ঘণ্টা, মার্চ ২৭, ২০২০
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।