ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

রোববার চট্টগ্রাম থেকে ৩ ট্রেনে যাত্রী যাবেন ১০৪০ জন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৮ ঘণ্টা, মে ৩০, ২০২০
রোববার চট্টগ্রাম থেকে ৩ ট্রেনে যাত্রী যাবেন ১০৪০ জন

চট্টগ্রাম: রোববার (৩১ মে) প্রথম ধাপে সারাদেশে ৮টি ট্রেন চলাচল করছে। এরমধ্যে চট্টগ্রাম থেকে ছেড়ে যাবে সুবর্ণ, উদয়ন ও সোনার বাংলা এক্সপ্রেস। এ তিনটি ট্রেনে ২ হাজার ৮০টি আসন থাকলেও নিরাপদ দূরত্ব বজায় রাখতে বিক্রি হচ্ছে অর্ধেক টিকিট। অর্থাৎ ১ হাজার ৪০ জন যাত্রী তিন ট্রেনে ভ্রমণ করবেন।

শনিবার (৩০ মে) ঢাকায় রেলভবনে এক বৈঠকে রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন কাউন্টারের পরিবর্তে অনলাইনে টিকিট দেওয়া হবে বলে জানিয়েছেন। আজ থেকেই যাত্রীরা অনলাইনে টিকিট নিতে পারবেন।

আর রোববার প্রথম ধাপে চট্টগ্রামের তিনটি ও সারাদেশে ৫টি ট্রেনসহ ৮টি ট্রেন চলাচল করবে বলে জানিয়েছেন তিনি।

চট্টগ্রাম থেকে রোববার সকাল ৭টায় ছেড়ে যাবে সুবর্ণ এক্সপ্রেস, উদয়ন সকাল ৯টায় ও সোনার বাংলা এক্সপ্রেস ছাড়বে বিকেল ৫টায়।

রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা আনসার আলী বাংলানিউজকে জানান, করোনা ভাইরাস সংক্রমণ রোধে মন্ত্রী মহোদয় ৫০ শতাংশ বা অর্ধেক ট্রেনের টিকিট বিক্রির নির্দেশনা দিয়েছেন। সে হিসেবে সুবর্ণেএক্সপ্রেস ট্রেনে ৮৯৯টি সিটের যাত্রী যাবেন ৪৫০জন, উদয়নে ৫৯৬টি সিটের যাত্রী যাবেন ২৯৮ জন, আর সোনার বাংলায় ৫৮৪টি সিটের পরিবর্তে যাত্রী যাবেন ২৯২ জন।

‘সব মিলিয়ে রোববার তিন ট্রেনে ১০৪০ জন যাত্রী ভ্রমণ করবেন। প্রত্যেক যাত্রীর স্বাস্থ্যবিধি নিশ্চিত করা হবে। ’

বাংলাদেশ সময়: ১৫২৮ ঘণ্টা, মে ৩০, ২০২০
জেইউ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।