ঢাকা, শুক্রবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামেও কোরবানির পশু পরিবহন করবে ট্রেন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩১ ঘণ্টা, জুলাই ৯, ২০২০
চট্টগ্রামেও কোরবানির পশু পরিবহন করবে ট্রেন প্রতীকী ছবি

চট্টগ্রাম: চাহিদা থাকলে দেওয়ানগঞ্জ-জামালপুর থেকে চট্টগ্রামে কোরবানির পশু পরিবহন করবে একটি ট্রেন।

আপাতত রংপুর, দেওয়ানগঞ্জ, ইসলামপুর থেকে ঢাকা রুটে পশু পরিবহন করার সিদ্ধান্ত হলেও চাহিদা থাকলে দেওয়ানগঞ্জ-জামালপুর থেকে চট্টগ্রামে পশু পরিবহন করা হবে।  রেলওয়ে পূর্বাঞ্চলের একজন কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।

সূত্র জানায়, রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজনের কাছে এরকম একটি প্রস্তাবনা দেওয়া হয়েছে। মন্ত্রী এতে সম্মতি দিলে চাহিদার ভিত্তিতে এ ট্রেন চালানো হবে।

রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক (অতিরিক্ত দায়িত্ব) সরদার সাহাদাত আলী বাংলানিউজকে বলেন, রেলওয়ের কমার্শিয়াল বিভাগ খোঁজ নিচ্ছে কোন কোন জায়গায় পশু পরিবহনে চাহিদা রয়েছে। যেদিকে আমরা চাহিদা পাবো- ওইদিকে ট্রেন চালাবো।  

'আপাতত প্রতিবছরের মতো এবারও ইসলামপুর, দেওয়ানগঞ্জ ও জামালপুর থেকে ঢাকায় একটি ট্রেন পশু পরিবহন করবে। '

বাংলাদেশ সময়: ১৪২৭ ঘণ্টা, জুলাই ০৯, ২০২০
জেইউ/এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।