ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

খুলনায় এবার রাষ্ট্রায়ত্ত স্টার জুটমিলের উৎপাদন বন্ধ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৪০ ঘণ্টা, অক্টোবর ৭, ২০১৭
খুলনায় এবার রাষ্ট্রায়ত্ত স্টার জুটমিলের উৎপাদন বন্ধ খুলনায় এবার রাষ্ট্রায়ত্ত স্টার জুটমিলের উৎপাদন বন্ধ, ছবি: মানজারুল ইসলাম

খুলনা: বকেয়া মজুরির দাবিতে এবার খুলনার দিঘলিয়ার রাষ্ট্রায়ত্ত স্টার জুট মিলের উৎপাদন বন্ধ করে দিয়েছেন শ্রমিকরা।

শনিবার (০৭ অক্টোবর) সকাল ৬টায় ছয় সপ্তাহের বকেয়া মজুরি পরিশোধের দাবিতে উত্তেজিত শ্রমিকরা মিলের উৎপাদন বন্ধ করে দেন।

স্টার জুট মিলের সিবিএ সভাপতি বেল্লাল মল্লিক বাংলানিউজকে জানান, শ্রমিকরা বেতন না পেয়ে মানবেতর জীবন-যাপন করছেন।

এজন্য শনিবার সকাল ৬টা থেকে ক্ষুব্ধ শ্রমিকরা মিলের উৎপাদন বন্ধ করে দিয়েছে। খুলনায় এবার রাষ্ট্রায়ত্ত স্টার জুটমিলের উৎপাদন বন্ধ, ছবি: মানজারুল ইসলামতিনি আরও বলেন, মিলটিতে স্থায়ী-অস্থায়ী সাড়ে চার হাজার শ্রমিক কর্মচারী-কর্মকর্তা রয়েছেন। যাদের মধ্যে শ্রমিকদের ছয় সপ্তাহ বকেয়া মজুরি ও কর্মচারী-কর্মকর্তাদের আগস্ট ও সেপ্টেম্বর মাসের বেতন বকেয়া রয়েছে। মোট বকেয়ার পরিমাণ ৬ কোটি ৮০ লাখ টাকা।

বকেয়া না পাওয়া পর্যন্ত মিলটির উৎপাদন বন্ধ থাকবে বলেও জানান তিনি।

এর আগে বুধবার (৪ অক্টোবর) আট সপ্তাহের মজুরির দাবিতে প্লাটিনাম জুট মিলের উৎপাদন বন্ধ করে দেন শ্রমিকরা।

বৃহস্পতিবার ৮ সপ্তাহের মজুরির দাবিতে  মিলের উৎপাদন বন্ধ রেখে বিক্ষোভ শুরু করেন ক্রিসেন্ট জুট মিলের শ্রমিকরা। খুলনার এ তিনটি জুটমিলে প্রায় সাড় ১৪ হাজার স্থায়ী ও অস্থায়ী শ্রমিক রয়েছে। খুলনায় এবার রাষ্ট্রায়ত্ত স্টার জুটমিলের উৎপাদন বন্ধ, ছবি: মানজারুল ইসলামএদিকে তিনটি জুট মিল বন্ধের পর শ্রমিকরা দফায় দফায় বিক্ষোভ মিছিল ও জনসভা করছেন।

শ্রমিকরা জানায়, তারা নিয়মিত সপ্তাহের মজুরি পাচ্ছেন না। যে কারণে অর্থ কষ্টে সংসার চালাতে পারছেন না। বাধ্য হয়ে মিলের উৎপাদন বন্ধ করে দিতে হয়েছে।

এদিকে স্টার জুট মিলের প্রকল্প প্রধান ফজলুর রহমান বাংলানিউজকে বলেন, বকেয়া মজুরির দাবিতে শ্রমিকরা উৎপাদন বন্ধ করে দিয়েছেন। প্লাটিনাম ও ক্রিসেন্ট জুট মিলের উৎপাদন বন্ধ করে দেওয়ার পর শ্রমিকরা শুনেছেন ডিসি অফিসে বৈঠকের মাধ্যমে তারা বকেয়া মজুরি পাবেন। সেই সুযোগটা কাজে লাগানোর জন্য হয়তো স্টার জুট মিলের শ্রমিকরা উৎপাদন বন্ধ করে দিয়েছেন।

বাংলাদেশ সময়: ০৯৩৯ ঘণ্টা, অক্টোবর ০৭, ২০১৭
এমআরএম/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।