ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বিড়ি শিল্প ধ্বংসের চক্রান্তকারীদের শাস্তির দাবি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৪৫ ঘণ্টা, নভেম্বর ৯, ২০১৭
বিড়ি শিল্প ধ্বংসের চক্রান্তকারীদের শাস্তির দাবি বিড়ি শিল্প ধ্বংসের চক্রান্তকারীদের শাস্তির দাবি

সিরাজগঞ্জ থেকে: বিড়ি শিল্প ধ্বংসের চক্রান্তকারীদের শাস্তির দাবি জানিয়েছেন বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের সভাপতি আমিন উদ্দিন বিএসসি।

বৃহস্পতিবার (৯ নভেম্বর) দুপুরে সিরাজগঞ্জের স্বাধীনতা স্কয়ারে সিরাজগঞ্জ বিড়ি শ্রমিক ইউনিয়ন আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে তিনি এ দাবি জানান।

আমিন উদ্দিন বলেন, ৫০ বছর ধরে বিড়ি শিল্পকে ধ্বংসের চক্রান্ত করা হচ্ছে।

কিন্ত বিড়ি শিল্প ধ্বংস করতে পারেনি ওই চক্রান্তকারীরা। বর্তমানে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানি (বিএটিবি) ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কিছু অসাধু কর্মকর্তা বিড়ি শিল্প ধ্বংসের চক্রান্তে লিপ্ত রয়েছেন। আমরা তাদের শাস্তি চাই।  

বিড়ি শিল্প একটি সম্পর্ণ দেশীয় শিল্প। এর সবকিছু দেশেই তৈরি হয়। অন্যদিকে সিগারেটের সবকিছু বিদেশ ও প্রযুক্তি নির্ভর। বিএটিবি একটি দেশে রাখে না। উপরন্তু তারা ট্যাক্স ফাঁকি দিয়ে একদিকে যেমন দেশের ক্ষতি করছে অন্যদিকে কোটি কোটি টাকা বিদেশে পাচার করছে। এদের বিরুদ্ধে এখনই ব্যবস্থা নেওয়া দরকার বলেও মনে করেন তিনি।

সংগঠনের যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুর রহমান বলেন, বিড়ি শিল্পকে বাঁচাতে হবে। এরসঙ্গে লাখ লাখ ‍মানুষ জড়িত। বিড়ি শিল্প বন্ধ হয়ে গেলে এ শিল্পে যারা নিয়োজিত আছেন তারা পথে বসবেন। পাশাপাশি সরকার বারবার বিড়ি শ্রমিকদের জন্য বিকল্প কাজের ব্যবস্থা করবেন বললেও সেটা এখনো করা সম্ভব হয়নি। কারণ সরকার কখনো বিড়ি শ্রমিকদের জন্য বিকল্প কাজের ব্যবস্থা করতে পারবে না। তাই বিড়ি শিল্প বন্ধ করার প্রশ্নই আসে না।

সমাবেশে আরও বক্তব্য রাখেন- কেন্দ্রীয় নেতা সাংগঠনিক সম্পাদক হারিক হোসেন, সদস্য শামীম ইসলাম, সিরাজগঞ্জ বিড়ি শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা নব কুমার, সভাপতি আজাদ হোসেন, সাধারণ সম্পাদক আকবর আলী প্রমুখ।  

রোববার (৫ নভেম্বর) বাগেরহাট থেকে শুরু হয় বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের রোড শো ও পথ সমাবেশ। বৃহস্পতিবার সিরাজগঞ্জে প্রথম পর্বের রোড শো ও পথ সমাবেশ শেষ হয়েছে।

বাংলাদেশ সময়: ১২৪৫ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১৭
এসজে/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।