ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

নটরডেম কলেজের ভর্তি ফি বিকাশে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১৭ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১৯
নটরডেম কলেজের ভর্তি ফি বিকাশে

ঢাকা: এখন থেকে নটরডেম কলেজের ভর্তি ফি বিকাশের মাধ্যমে পরিশোধ করা যাবে। এ বিষয়ে নটরডেম কলেজে এক অনুষ্ঠানে অধ্যক্ষ ফাদার হেমান্ত পিয়ূস রোজারিও এবং বিকাশের চিফ কর্মাশিয়াল অফিসার মিজানুর রশীদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) বিকাশের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন নটরডেম কলেজের ভাইস প্রিন্সিপাল ফাদার লিওনার্ড শঙ্কর রোজারিও, বিকাশ এর হেড অব সেলস ইমন কল্যান দত্ত, হেড অব প্ল্যানিং অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্ট আলি আহম্মেদ, হেড অব এক্সর্টানাল অ্যাফেয়ার্স এ কে এম মনিরুল করিম, লিড-কী অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট মো. মাহবুবুর রহমান চৌধুরী, লিড-কী অ্যাকাউন্ট ম্যানেজার রাইয়ান মাহমুদসহ উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ০৪১৪ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১৯
এসই/এমএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।