ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ওয়ান ব্যাংক-ট্রান্স ফাস্ট রেমিটেন্স এলএলসির চুক্তি সই

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১১ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২০
ওয়ান ব্যাংক-ট্রান্স ফাস্ট রেমিটেন্স এলএলসির চুক্তি সই চুক্তি সই অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তারা।

ঢাকা: বাংলাদেশ অভিমুখী রেমিট্যান্স বিতরণের জন্য ওয়ান ব্যাংক লিমিটেডের সঙ্গে ট্রান্স-ফাস্ট রেমিটেন্স, এলএলসির চুক্তি সই হয়েছে।

শনিবার (১৮ জানুয়ারি) ওয়ান ব্যাংক থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সম্প্রতি এ চুক্তির ফলে বিদেশে বসবাসরত বাংলাদেশিরা ওয়ান ব্যাংকের মাধ্যমে বাংলাদেশে রেমিটেন্স পাঠাতে পারবেন।

ওয়ান ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম ফখরুল আলম এবং ট্রান্স-ফাস্ট রেমিটেন্সের কান্ট্রি ডিরেক্টর ও হেড অব অপারেশনস মোহাম্মদ খাইরুজ্জামান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি সই করেন।
 
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২০
আরআইএস/ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।