জাগো ফাউন্ডেশনের জাতীয় যুব সম্মেলনে অংশগ্রহণকারীরা
ঢাকা: ‘জাতীয় উন্নয়নের জন্য তরুণদের ক্ষমতায়ন’ প্রতিপাদ্যকে সামনে রেখে চতুর্থবারের মতো জাগো ফাউন্ডেশন আয়োজন করতে যাচ্ছে জাতীয় যুব সম্মেলন।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) জাগো ফাউন্ডেশনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, কক্সবাজারের একটি হোটেলে ২৬ ফেব্রুয়ারি (বুধবার) থেকে এ সম্মেলন শুরু হবে।
চারদিনের এ সম্মেলনে ১৮ থেকে ৩৫ বছর বয়সী মোট ছয়শ নবীন যুবক অংশ গ্রহণ করছেন। রাজনীতিতে তরুণদের উদ্বুদ্ধকরণ, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে প্রাতিষ্ঠানিক অংশীদারিত্ব, টেকসই শহর নির্মাণের জন্য সড়কের নিরাপত্তা নিশ্চিতকরণসহ বিভিন্ন বিষয়ের ওপর সম্মেলনে ৩০টির বেশি সেশন অনুষ্ঠিত হবে।
২৯ ফেব্রুয়ারি (শনিবার) এ সম্মেলন শেষ হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বাংলাদেশ সময়: ২১১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০২০
এবি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।