নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে উচ্চ মাধ্যমিকে (এইচএসসি) শীর্ষস্থান ধরে রেখেছে নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজ ও সরকারি তোলারাম কলেজ।
বৃহস্পতিবার (১৮ আগস্ট) দুপুরে ফল প্রকাশিত হয়।
যাতে দেখা যায়, নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজে পরীক্ষার্থী ছিলেন দুই হাজার ৮শ’ ১৪ জন, পাস করেছে দুই হাজার ২শ’ ৭১ জন, জিপিএ-৫ পেয়েছেন ১৪৪ জন। পাসের হার ৮০ দশমিক ৭০ শতাংশ। সরকারি তোলারাম কলেজে পরীক্ষার্থী ছিলেন দুই হাজার ৭শ’ ১৫ জন, পাস করেছেন এক হাজার ৮শ’ ৯৩ জন, জিপিএ-৫ পেয়েছেন ১১৮ জন। পাসের হার ৬০ দশমিক ৭২ শতাংশ।
গিয়াসউদ্দিন ইসলামিক মডেল কলেজে পরীক্ষার্থী ছিলেন ১৮৭ জন, পাস করেছে ১৮৬ জন, জিপিএ-৫ পেয়েছেন ৮৫ জন। পাসের হার ৯৯ দশমিক ৪৭ শতাংশ। নারায়ণগঞ্জ কলেজে পরীক্ষার্থী ছিলেন দুই হাজার ৫শ’ ২৪ জন, পাস করেছেন এক হাজার ৫শ’ ২৩ জন, জিপিএ-৫ পেয়েছেন ১৬ জন। পাসের হার ৬০ দশমিক ৩৪ শতাংশ।
এবার জেলায় জিপিএ-৫ পেয়েছেন ৫৮৩ জন। এর মধ্যে পরীক্ষার্থী ছিলেন ১৭ হাজার ৮শ’ ৮২। পাস করেছেন ১৩ হাজার ৭০২ জন। জেলা পাসের হার ৭৬ দশমিক ৬২ শতাংশ।
সর্বোচ্চ জিপিএ-৫ পেয়েছে নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজ।
বাংলাদেশ সময়: ১৭৫২ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১৬
জিসিপি/আইএ