উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশ উপলক্ষে রোববার (২৩ জুলাই) সচিবালয়ে সংবাদ সম্মেলনে একথা জানান মন্ত্রী।
এবছর ১০ শিক্ষা বোর্ডে মোট পাসের হার ৬৮ দশমিক ৯১ শতাংশ, গতবছর ছিল ৭৪ দশমিক ৭০ শতাংশ।
গতবছর ১০ বোর্ডে জিপিএ-৫ পেয়েছিল ৫৮ হাজার ২৭৬ জন। এ বছর ২০ হাজার ৩০৭ জন কমে ৩৭ হাজার ৯৬৯ জন জিপিএ-৫ পেয়েছে।
পরীক্ষায় ফলাফলে পাসের হার ও জিপিএ-৫ কমার বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান শিক্ষামন্ত্রী।
কুমিল্লা বোর্ডে পাসের হার কম থাকা নিয়ে মন্ত্রী বলেন, এ বিষয়টিও মূল্যায়ণ করে দেখা হবে।
বাংলাদেশ সময়: ১৪০৭ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৭
এমআইএইচ/জেডএস