ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিক্ষা

ঢাবি গ্রাজুয়েট প্রতিনিধি নির্বাচনে মনোনয়ন সংগ্রহ শুরু

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৯ ঘণ্টা, নভেম্বর ৬, ২০১৭
ঢাবি গ্রাজুয়েট প্রতিনিধি নির্বাচনে মনোনয়ন সংগ্রহ শুরু

ঢাকা বিশ্ববিদ্যালয়: ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সিনেটে রেজিস্টার্ড গ্রাজুয়েট প্রতিনিধি নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ শুরু হয়েছে।

সোমবার (৬ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের ২০৭ নম্বর কক্ষ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করছেন প্রার্থীরা। ২০ নভেম্বর পর্যন্ত এ কার্যক্রম চলবে।

 

২০ নভেম্বর বিকেল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের কাছে মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। ২৯ নভেম্বর (বুধবার) দুপুর ১টার মধ্যে প্রার্থী লিখিত পত্রের মাধ্যমে তার মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারবেন।
 
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্টার মোহাম্মদ মনিরুজ্জামান বাংলানিউজকে বলেন, প্রথমদিনে এখন পর্যন্ত ৩০ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।  
 
নির্বাচনের তফসিল অনুযায়ী ঢাকার বাইরের ৪২টি কেন্দ্র ও ঢাকার ৩টি কেন্দ্রে আগামী ৬ জানুয়ারি, ১৩ জানুয়ারি ও ২০ জানুয়ারি ২০১৮ নির্বাচন অনুষ্ঠিত হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ ১৯৭৩ এর আর্টিক্যাল ২০(১)(কে) এবং প্রথম সংবিধির ৪৬ ধারা অনুযায়ী এ নির্বাচন পরিচালিত হবে।
 
ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩ এর প্রথম সংবিধির ৪৬(৯) ধারা অনুযায়ী প্রত্যেক ভোটারের কাছে ভোটার আইডি কার্ড পাঠানো হবে এবং ৪৬ (১৪) ধারা অনুযায়ী কার্ড দেখিয়ে ভোটাররা ভোট দিতে পারবেন। ভোটদানপত্র গ্রহণ করার সময় ভোটার আইডি কার্ড পুলিং অফিসারের কাছে অর্পণ করতে হবে।  
 
আগামী ১৫ নভেম্বর বুধবার থেকে ৭ ডিসেম্বর ২০১৭ বৃহস্পতিবার পর্যন্ত অফিস চলাকালীন প্রশাসনিক ভবনের ২১৪ নম্বর কক্ষ থেকে স্ব-শরীরে উপস্থিত হয়ে ভোটাররা আইডি কার্ড সংগ্রহ করতে পারবেন। পূর্ণাঙ্গ ভোটার তালিকার চারটি খণ্ড একত্রে নগদ ৬ হাজার ৫শ টাকা দিয়ে প্রশাসনিক ভবনের ২০৭ নম্বর কক্ষ থেকে সংগ্রহ করা যাবে।
 
ঢাকার বাইরে বিভিন্ন কেন্দ্রে সকাল ১০টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে দুপুর ১টা পর্যন্ত চলবে।
 
যেসব কেন্দ্রে আগামী ৬ জানুয়ারি (২০১৮ শনিবার)  নির্বাচন অনুষ্ঠিত হবে: শেরপুর সরকারি কলেজ, শেরপুর, নেত্রকোনা সরকারি কলেজ, নেত্রকোনা, শরীয়তপুর সরকারি কলেজ, শরীয়তপুর, সরকারি বঙ্গবন্ধু কলেজ, গোপালগঞ্জ, শেরে বাংলা মেডিকেল কলেজ, বরিশাল, আগৈলঝরা শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ডিগ্রি কলেজ, বরিশাল, সরকারি সোহরাওয়ার্দী কলেজ, পিরোজপুর, বরগুনা সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ, বরগুনা, ঝালকাঠি সরকারি কলেজ, ঝালকাঠি, পটুয়াখালী সরকারি কলেজ, পটুয়াখালী, বাউফল সরকারি কলেজ, পটুয়াখালী, ভোলা সরকারি কলেজ, ভোলা, লক্ষ্মীপুর সরকারি মহিলা কলেজ, লক্ষ্মীপুর, চট্টগ্রাম কলেজ, চট্টগ্রাম, ভিক্টোরিয়া সরকারি কলেজ, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর সরকারি কলেজ, চাঁদপুর, চৌমুহনী সরকারি এস এ কলেজ, নোয়াখালী, এম সি কলেজ, সিলেট, আযম খান সরকারি কমার্স কলেজ, খুলনা, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজ, সাতক্ষীরা, সরকারি মাইকেল মধুসূদন কলেজ, যশোর, সরকারি ভিক্টোরিয়া কলেজ, নড়াইল, সরকারি কে সি কলেজ, ঝিনাইদহ, কুষ্টিয়া সরকারি কলেজ, কুষ্টিয়া, রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী, সরকারি আযিযুল হক কলেজ, বগুড়া, সরকারি কারমাইকেল কলেজ, রংপুর এবং সরকারি এডওয়ার্ড কলেজ, পাবনা।
 
১৩ জানুয়ারি ২০১৮ শনিবার যে সব কেন্দ্রে নির্বাচন অনুষ্ঠিত হবে: ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ, চাঁন্দনা, গাজীপুর, নরসিংদী সরকারি কলেজ, নরসিংদী, সরকারি তোলারাম কলেজ, নারায়ণগঞ্জ, সরকারি দেবেন্দ্র কলেজ, মানিকগঞ্জ, সরকারি হরগঙ্গা কলেজ, মুন্সীগঞ্জ, আনন্দমোহন কলেজ, ময়মনসিংহ, গৌরীপুর মহিলা ডিগ্রি কলেজ, ময়মনসিংহ, কুমুদিনী সরকারি কলেজ, টাঙ্গাইল, গুরুদয়াল সরকারি কলেজ, কিশোরগঞ্জ, সরকারি আশেক মাহমুদ কলেজ, জামালপুর, সরকারি রাজেন্দ্র কলেজ, ফরিদপুর, রাজবাড়ী সরকারি কলেজ, রাজবাড়ী, সরকারি নাজিমউদ্দিন কলেজ, মাদারীপুর।
 
ঢাকায় ২০ জানুয়ারি ২০১৮ শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে: ঢাকা বিশ্ববিদ্যালয় নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন (১ থেকে ১৮০০০ পর্যন্ত আজীবন সদস্য), ছাত্র-শিক্ষক কেন্দ্র (১৮০০১ থেকে ৩৭২৩৩ পর্যন্ত আজীবন সদস্য) এবং শারীরিক শিক্ষা কেন্দ্র (৩৭২৩৪ থেকে ৪৩৯৯৭ পর্যন্ত এককালীন সদস্য)।
 
আগামী ২১ জানুয়ারি ২০১৮ ভোটগণনা শেষে ফলাফল ঘোষণা করা হবে।  

বাংলাদেশ সময়: ১৫২৪ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০১৭
এসকেবি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।