ঢাকা, সোমবার, ১৫ পৌষ ১৪৩১, ৩০ ডিসেম্বর ২০২৪, ২৭ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

ঢাবিতে রোহিঙ্গা বিষয়ক দু’দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন 

শিক্ষা ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৯ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৭
ঢাবিতে রোহিঙ্গা বিষয়ক দু’দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন 

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) শুরু হয়েছে রোহিঙ্গা সংকট বিষয়ক দু’দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন।

বুধবার (২৯ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে রিফিউজি অ্যান্ড মুভমেন্টস রিসার্চ ইউনিটির (আরএমএমআরইউ) উদ্যোগে ‘এন্ডিং দ্য স্লো বার্নিং জেনোসাইড অব রোহিঙ্গাস বাই মিয়ানমার’ শীর্ষক এ সম্মেলন শুরু হয়। এ আয়োজনের সহযোগিতায় রয়েছে ইউরো-বার্মা অফিস।

সম্মেলনের প্রথম দিনের আয়োজনে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

বক্তব্য রাখেন- বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের এমিরিটাস অধ্যাপক ড. সিরাজুল ইসলাম চৌধুরী, বিচারপতি ড. সৈয়দ রিফাত আহমেদ, বৌদ্ধকৃষ্টি প্রচার সংঘের সভাপতি সংঘনায়ক শুদ্ধানন্দ মহাথের ও পার্লামেন্ট অব দ্য ওয়ার্ল্ড রিলিজিয়ন্সের এমিরিটাস চেয়ার ড. মালিক মুজাহিদ, রিফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্টস রিসার্চ ইউনিটির চেয়ার অধ্যাপক ড. সুমাইয়া খায়ের।

উপাচার্য আখতারুজ্জামান বলেন, মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ হয়ে রোহিঙ্গা সংকট নিরসনে এগিয়ে আসার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের নেতৃত্বের প্রতি আহ্বান জানাই।

সম্মেলনে বাংলাদেশসহ ভারত, যুক্তরাষ্ট্র, জার্মানি, মালয়েশিয়া ও নেপালের শিক্ষাবিদ, গবেষক এবং মানবাধিকার কর্মীরা অংশ নিচ্ছেন।

বাংলাদেশ সময়: ২২৩০ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৭
পিআর/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।