গত বছরে পাসের হার ছিলো ৮০ দশমিক ৩৫ শতাংশ। এবছর জিপিএ-৫ পেয়েছে এক লাখ ১০ হাজার ৬২৯ জন শিক্ষার্থী।
রোববার (৬ মে) সকাল ১০টা ৮ মিনিটে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে তার হাতে ফলাফলের সারসংক্ষেপ হস্তান্তর করেন। সে ফলাফল অনলাইনে প্রকাশ করেন প্রধানমন্ত্রী।
শিক্ষামন্ত্রণালয় থেকে প্রাপ্ত ফলাফল বিশ্লেষণ করে দেখা যায়, এবছর পাসের দিক দিয়ে মেয়েরা এগিয়ে রয়েছে ছেলেদের তুলনায়। তবে ভালো ফলের ক্ষেত্রে মেয়েদের পেছনে ফেলে এগিয়ে ছেলেরা।
এবছর এসএসসি পরীক্ষায় সব শিক্ষা বোর্ডের অধীনে ১০ লাখ ২২ হাজার ৩২০ জন ছাত্র পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ৭ লাখ ৮৪ হাজার ২৪৫ জন। পাসের হার ৭৬ দশমিক ৭১ শতাংশ। অন্যদিকে ১০ লাখ ৪ হাজার ২৫৪ জন ছাত্রী পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ৭ লাখ ৯১ হাজার ৮৫৯ জন। যার পাসের হার ৭৮ দশমিক ৮৫ শতাংশ। এবছর পরীক্ষায় ছাত্রের তুলনায় ছাত্রীদের পাসের হার ২ দশমিক ১৪ শতাংশ বেশি।
তবে জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা মেয়েদের পেছনে ফেলে এগিয়ে ছেলেরা। পরিসংখ্যানে দেখা গেছে এবছর ছেলেদের মধ্য থেকে মোট জিপিএ-৫ পেয়েছে ৫৫ হাজার ৭০১ জন।
অন্যদিকে মেয়েরা জিপিএ-৫ পেয়েছে ৫৪ হাজার ৯২৮ জন। অর্থাৎ মেয়েদের চাইতে ৭৭৩ জন ছেলে বেশি জিপিএ-৫ পেয়েছে।
বাংলাদেশ সময়: ১৬৫১ ঘণ্টা, মে ০৬, ২০১৮
এসএম/জিপি