ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

বিদ্যালয়ে যেতে শিক্ষকের অনীহা, শিক্ষাবঞ্চিত চরের শিশুরা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৬ ঘণ্টা, এপ্রিল ২, ২০১৯
বিদ্যালয়ে যেতে শিক্ষকের অনীহা, শিক্ষাবঞ্চিত চরের শিশুরা শিক্ষা অর্জনে ক্লাসে শিক্ষার্থীরা উপস্থিত হলেও শিক্ষকের চেয়ার খালি

লক্ষ্মীপুর: নদীর ওপারে সরকারি প্রাথমিক বিদ্যালয়। বিদ্যালয়ের একমাত্র শিক্ষক মো. জসিম উদ্দিন থাকেন এপাড়ে শহরে। নদী পাড়ি দিয়ে বিদ্যালযে যেতে তার অনীহা। মাসে ২/৩ দিন বিদ্যালয়ে গেলেও নির্ধারিত সময়ের আগেই স্কুল ছেড়ে শহরে ফেরেন তিনি। এমন পরিস্থিতিতে শিক্ষাবঞ্চিত হচ্ছে চরের শিশুরা।

লক্ষ্মীপুরের রামগতি উপজেলার মেঘনার বুকে জেগে ওঠা চর আবদুল্লাহ ইউনিয়ন। ওই ইউনিয়নের একটি অবহেলিত গ্রাম তেলির চর।

চরের জনতা বাজার সংলগ্ন এলাকায় অবস্থিত চর সেবেজ সরকারি প্রাথমিক বিদ্যালয়। এর আশেপাশে প্রায় ২শ’ পরিবারের বসবাস। ওইসব পরিবারের শত-শত শিশুর একমাত্র জ্ঞানার্জনের মাধ্যম বিদ্যালয়টি। তবে বিদ্যালয় থাকলেও নেই পর্যাপ্ত শিক্ষক। মাত্র একজন সহকারী শিক্ষক থাকলেও নিয়মিত উপস্থিতি নেই তার। এতে মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে পড়ালেখা।

জানা গেছে, মেঘনার ভয়াবহ ভাঙনে ২০১৭ সালের মাঝামাঝিতে চর সেবেজ সরকারি প্রাথমিক বিদ্যালয়টি বিলীন হয়ে যায়। জেলা প্রশাসক জিল্লুর রহমানের উদ্যোগে প্রতিষ্ঠিত জনতা বাজার প্রাথমিক বিদ্যালয়ে চর সেবেজ সরকারি প্রাথমিক বিদ্যালয়টি স্থানান্তর করা হয় দেড় বছর পর ২০১৮ সালের ডিসেম্বর মাসে। ওই সরকারি বিদ্যালয়টিতে পাঁচজন শিক্ষক থাকার কথা থাকলেও আছেন মাত্র একজন সহকারী শিক্ষক। বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. জসিম থাকেন উপজেলা সদর আলেকজান্ডারে। বিদ্যালয় বিলীন হয়ে যাওয়ার পর দীর্ঘ প্রায় দেড় বছরেরও বেশি সময় তিনি দায়িত্ব পালন ছাড়াই বেতন ভাতা ভোগ করেছেন। ফের বিদ্যালয়ের শ্রেণি কার্যক্রম চালু হলে তিনি বদলির জন্য আবেদন করেন। তার ইচ্ছার বিরুদ্ধে কর্তৃপক্ষ তাকে ওই বিদ্যালয়ে রাখায় তিনি নদী পাড়ি দিয়ে বিদ্যালয়ে যেতে নারাজ। প্রায় দুই শতাধিক শিক্ষার্থীকে পাঠ দান করিয়ে আসছেন স্থানীয় বাসিন্দা অতিথি শিক্ষিক মো. আবদুর রহমান।

শিক্ষার্থীরা জানান, তারা নিয়মিত স্কুলে এলেও জসিম স্যার আসেন না। গত চার মাসে স্যার আসছেন মাত্র ৮/৯ দিন। তবে স্কুল ছুটির আগেই তিনি চলে গেছেন। পর্যাপ্ত শিক্ষক না থাকায় ও যিনি দায়িত্বে আছেন তিনি নিয়মিত না আসায় তাদের পড়ালেখার ক্ষতি হচ্ছে বলে অভিযোগ করেন শিশুরা।

অভিভাবকরা জানান, যাতায়াতের অসুবিধার কারণে স্থানীয়ভাবে উদ্যোগ নিয়ে ওই শিক্ষককে বিদ্যালয়ে থাকা ও খাওয়ার ব্যবস্থা করা হয়। তবুও তিনি বিদ্যালয়ে আসেন না। তিনি থাকেন উপজেলা সদর আলেকজান্ডার শহরে।  

অতিথি শিক্ষক আবদুর রহমান বলেন, লক্ষ্মীপুরের সাবেক জেলা প্রশাসক জিল্লুর রহমানের প্রচেষ্টা ও উদ্যোগে জনতা বাজার প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়। আমি ওই বিদ্যালয়ের শিক্ষক। নদী ভাঙনের কারণে চর সেবেজ সরকারি প্রাথমিক বিদ্যালয়টি গত বছরের ডিসেম্বরে এখানে স্থানান্তরিত হয়। আমি এতে অতিথি শিক্ষক হিসাবে পাঠদান করিয়ে আসছি।  

চর সেবেজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জসিম উদ্দিন বলেন, বিদ্যালয় যেতে সকাল ৭টায় আলেকজান্ডার থেকে নৌকায় উঠতে হয়। যেতে যেতে তিন ঘণ্টা, ওই পথে পারাপারে একটিমাত্র নৌকা থাকায় ফের দুপুর ১২টায় ওই নৌকায় উঠতে হয়। যে কারণে নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত হওয়া সম্ভব হয়না। বিদ্যালয় গেলেও নির্ধারিত সময়ের আগেই ফিরতে হয়।  

এ বিষয়ে জানতে লক্ষ্মীপুর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবু জাফর মোহাম্মদ সালেহ ও রামগতি উপজেলার ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা এটিএম এহচানুল হক চৌধুরীর সঙ্গে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তারা ফোন রিসিভ করেননি।  

রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রফিকুল হক বলেন, বিদ্যালয়ে শিক্ষকের অনুপস্থিতি ও শিক্ষক সঙ্কটের বিষয়ে খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।  

বাংলাদেশ সময়: ১১১৬ ঘণ্টা, এপ্রিল ০২, ২০১৯
এসআর/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।