ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

শিক্ষা

কমিটিকে স্বাগত জানিয়ে জবি ছাত্রলীগের আনন্দ মিছিল

জবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৩ ঘণ্টা, মে ১৪, ২০১৯
কমিটিকে স্বাগত জানিয়ে জবি ছাত্রলীগের আনন্দ মিছিল আনন্দ মিছিল। ছবি: বাংলানিউজ

জবি: দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির নতুন ঘোষিত পূর্ণাঙ্গ কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা।

মঙ্গলবার (১৪ মে) দুপুর ২টার দিকে তারা আনন্দ মিছিল নিয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করেন।

এসময় মিছিলে নেতৃত্ব দেন জবি শাখা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও কেন্দ্রীয় ছাত্রলীগ সম্পাদক গোলাম রাব্বানীর অনুসারী ইব্রাহীম ফরাজী।

এছাড়াও ছাত্রলীগের অন্যান্য নেতাকর্মীরা মিছিলে অংশ নেন ও ঘোষিত কমিটিকে স্বাগত জানিয়ে বিভিন্ন স্লোগান দেন।

মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা বলেন, এ ছাত্রলীগ শেখ হাসিনার নিজের ছাত্রলীগ। তাই নেত্রী যাদের কেন্দ্রীয় কমিটিতে স্থান দিয়েছেন তারাই চূড়ান্ত। এর বিপরীতে কোনো কথা হতে পারে না। শোভন-রাব্বানী পরিষদ দীর্ঘদিন পর তাদের কমিটি পূর্ণাঙ্গ করায় তাদেরও শুভেচ্ছা জানান মিছিলকারীরা।  

বাংলাদেশ সময়: ১৬০৯ ঘণ্টা, মে ১৪, ২০১৯
কেডি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।