ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

ডিসেম্বরের প্রথম সপ্তাহে খুবির ষষ্ঠ সমাবর্তন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১৫ ঘণ্টা, জুলাই ৩০, ২০১৯
ডিসেম্বরের প্রথম সপ্তাহে খুবির ষষ্ঠ সমাবর্তন

খুলনা: খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ষষ্ঠ সমাবর্তন চলতি বছরের ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হবে।

সোমবার (২৯ জুলাই) বিকেলে উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামানের সভাপতিত্বে ষষ্ঠ সমাবর্তন বিষয়ে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর সাধন রঞ্জন ঘোষ, বিভিন্ন স্কুলের ডিন, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত), ছাত্রবিষয়ক পরিচালক, সিইটিএল, আইকিউএসির এবং আইসিটি সেলের পরিচালক উপস্থিত ছিলেন।

সভার সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২০ সেপ্টেম্বরের মধ্যে অত্র বিশ্ববিদ্যালয়ের যে সব শিক্ষার্থীর চূড়ান্ত ফলাফল প্রকাশিত হবে সেই সব শিক্ষার্থী ষষ্ঠ সমাবর্তনের জন্য অন লাইনে রেজিস্ট্রেশন করতে পারবেন। বিস্তারিত তথ্য শিগগিরই খুলনা বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইটে পাওয়া যাবে।

বাংলাদেশ সময়: ২০১৫ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৯
এমআরএম/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।